প্রতি শব্দে

এস.জেড বাবু ১৩ নভেম্বর ২০১৯, বুধবার, ০৫:০৫:২৮অপরাহ্ন একান্ত অনুভূতি ২১ মন্তব্য

একটা জলরংয়ের প্রতিচ্ছবিকে ভালবাসি আমি,
এক কৈশরের দুর্দান্ত দুরন্তপনায়।
একান্তে নিরবতায়, বা পছন্দের কোন ঝংকারে।

যেন ঝড়, মেঘ, ঝর্ণা, আকাশ আর ঢেউ-
এক রাশি শুভ্রতার মাঝে অশান্ত মায়াবী প্রকৃতি ॥
সবটুকু দৃশ্যপটে সে নিরব দৃস্টি আমায় মোহিত করে-

দুনিয়ার সব আকর্ষণ দিয়ে যেন কেউ আঁকে চোখ-
সাদায় আর কালোয়-
কি নিদারুন সৃস্টি শিল্পীর ॥

কখনো ভেজা সেঁতসেতে সেই রংয়ের মাঝে,
অনেক দুর চলে যায় দৃস্টি।
ক্যানভাসের বুক চিরে, আমি দেখি নতুন দুনিয়া,
কলকাকলীতে ভরা হৃদয়ের শূণ্য মাঠে,
ডেকে উঠে অশান্ত কোকিল !!

আমি সুর মিলাই .....কুহু কুহু
ব্যাকুল হয়ে উঠে নিঃশ্বাস,
আমি আরও ডুবে যাই- তার প্রতিশব্দে ॥

অনেকটা দুরে -
আলেয়া আর অবছায়ার অন্তরালে উড়ে চলে শ্বেত বলাকা,
আর, আমি নেশাক্ত সে কোকিলের উড়ে আসার অপেক্ষায় !

আমার যে বাঁজেনা বীন-
যে সুরে মোহিত হয় পাখীরা,
যে সুরে মাতাল হয় প্রকৃতি-
সে সুর আজও অজানা ।

কি নিদারুন যন্ত্রনা সে নেশার, সে প্রতিক্ষার-
যদি তুমি তা কখনো জানতে ...॥

-০-
২২/০৪/২০১৮

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ