হোক-না সে আসক্তি বিষকাঁটালি মত,
স্পষ্ট-অস্পষ্ট ভাবে প্রতিশ্রুতিভঙ্গকারী রাইটার্স ব্লক,
সে আমার-চাই –ই;

আইসার ফেলে যাওয়া, চৌরাস্তায় খেলে-দেয়া
ঘন-গাঢ় গুমোট গরমে,
নিসর্গের কোন বিতরণীতে, শুয়ে-বসে-দাঁড়িয়ে
যে-কোন-ভাবে, যেখানে-ই হোক, চিৎকার-শীৎকারে,
ব্লক আমার চাই-ই;

স্তূপাকার শব্দ-জঞ্জাল সরিয়ে, নিভাঁজ পোশাকে
শব্দ-সময়ের সাহচর্য এড়িয়ে,একাকীর সারাদিনে
পেট-ফোলা (পোয়াতি) শব্দ-যুবতীর আদুরে রং-ঢং
সে আমি আর চাই-না;

স্ফটিক স্বচ্ছ প্রভাতের প্রাতরাশ টেবিলে,
বেহায়া বে-তমিজ শব্দদের হুড়োহুড়ি লুটোপুটি
দাহে-দোঁহে চিরচেনা পরম্পরার চুম্বন-চতুর ভ্রুকুটি
উষ্ণ তৃষ্ণা-নগ্ন খুলে দেয়া কর্ষিত-অকর্ষিত শব্দ-শরীরী ভাঁজ!
সে আর চাই-ই-না;

এই-ইইইইইই, রাইটার্স ব্লক এসো, ফুসে ওঠা নাগিন-ফণার
ছিনাল-বেশ দক্ষতায়, ছলে বলে চন্দ্রালোক তৃপ্ততায়,
রাহু-কেতুর মত একবার, একটিবার সমুলে গিলে ফেল;

স্বস্তির আধারে রচিত হোক ভেদ-অভেদ কাব্য,
নিভে যাক শব্দদের বৈদিক মন্ত্র,
অনুনাদিত পাগলপারা বৃষ্টি-ভেজা-উন্মাদনায়
দূরদূরান্তে মূর্ত হোক অসম্ভবের দীর্ঘশ্বাস,
আকাঙ্ক্ষার মোহন-মিলন দৃশ্যমান হোক যুদ্ধ-ক্লান্তির আলিঙ্গনে।

ছবি নেটের।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ