তেঁতুল গাছে বকের ছানা

বোরহানুল ইসলাম লিটন ২২ নভেম্বর ২০২১, সোমবার, ০৭:২৪:৫৮পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

চড়বে বলে তেঁতুল গাছে
ফের করে আবদার,
জেদ ধরেছে দুষ্টু খোকা
মুখ করে আজ ভার।

মা ডেকে কন ঝুল না বেটা
নীচু আমের ডালে,
যেথায় বসে টুনটুনি গায়
রোজ সুখে সকালে!

বেশ তো উঁচু তেঁতুল শাখা
ঝুলছে যেন ব্যাঙ,
ওখান থেকে পড়লে কি তোর
আস্ত রবে ঠ্যাং?

বাপ তারে কয় বলতো খোকা
করছে মা তোর না না,
শুনবি না তুই মানা!
বাবার কাছে চুপটি এসে
বললো খোকা মুচকি হেসে
ক্যান বুঝো না তেঁতুল গাছে
ঘুরছে বকের ছানা!!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ