করবো না আর লোড-শেডিং এর ভয়!

বোরহানুল ইসলাম লিটন ২৮ জুলাই ২০২২, বৃহস্পতিবার, ০৭:৩৯:৩২পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য

জ্বালিস মা তুই কুপির আলো
তাতেই আমি থাকবো ভালো
যতোই আঁধার হোক জমে নির্দয় -
করবো না আর লোড-শেডিং এর ভয়!

স্নিগ্ধ ধারা যায় যদি আজ অনেক দূরে চলে,
উঠবে জানি ভ্যাপসা গরম ভীষণ দাপে জ্বলে।
তালপাখা তুই দিস এনে মা
রুখবো ওদের দাপ দামামা
চক্রহারে ছুঁড়তে বাতাস হোক কিছু বল ক্ষয় -
করবো না আর লোড-শেডিং এর ভয়!

তালহীনা ঘাম গভীর রাতে নিদ্রা নিলে টুটে,
ডুব দিতে মা নদীর জলে না হয় যাবো ছুটে।
দূর গগনে উঠলে শশী
জ্যোৎস্না এ গায় মাখবো বসি
যাক তাতে মা গান গেয়ে রাত পাবোই ভাঁড়ে জয় -
করবো না আর লোড-শেডিং এর ভয়!

ছবিঃ নেট থেকে।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ