আধো আকাশের চিঠি

ছাইরাছ হেলাল ২০ জুন ২০২০, শনিবার, ০৯:৪৩:৫৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য

 

আধো আধার-আকাশ থেকে ডাক পিয়ন
চিঠি নিয়ে আসে,
স্বচ্ছ-আগাম-বার্তা, দীর্ঘ-সংক্ষেপে;

একটু অনুমান, একটু ধারণা, ব্যাখ্যা, সংজ্ঞা, সামান্য-তত্ত্ব,
আমার যা জ্ঞান-গম্মি, জানা-অজানা তার সমুদয় যোগফল-বিয়োগফল
ভাগ-পুরণ থেকে, একটু বেশী একটু কম, আন্দাজ আর পরিমাপ শেষে,
একটি বিস্তীর্ণ উপকুলে দেখতে পাই মুহূর্ত থেকে মুহূর্তের বৃষ্টি;

এর সারমর্ম দৃশ্যমান হলে ভাবনারত হতে হতে হেঁচকি উঠে আসে,
কুড়িয়ে নেয়া জীবনে পুরুষ সুখের-অসুখে প্রত্যাখ্যান-বিহীন-স্পর্শ চাওয়া-পাওয়ার
একই সমতলে, শুধুই এক পশলা বৃষ্টি, সোনাঝরা আলোর বিচ্ছুরিত ঝংকারে;
সময়ের রেখা চিহ্নে-চিহ্নে।

ছবি নেটের

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ