আতসি কাঁচের বেড়া

এস.জেড বাবু ৯ নভেম্বর ২০১৯, শনিবার, ০১:৫২:০২অপরাহ্ন কবিতা ২১ মন্তব্য

তোমার আমার মাঝে এই এক
আতসি কাঁচের বেড়া,
তুমি দেখ আমায় অতি ক্ষীনকায়
আমি দেখি তুমিই সেরা।

তুমি উত্তলে- বিশালতম ভিষন
আমার খোলা দৃষ্টি সীমান্তে,
আমি অবতলে- ক্ষুদ্র পরমানু সম,
তোমার অদেখায় অজান্তে।

শ্রেয়া!
আমি দেখি আমার হৃদয়ের চোখে
তুমি দেখো আয়নার আড়ালে,
আমি ভাবি আমার অস্তিত্ব জুড়ে;
তোমার ভাবনায় আমি- বেখেয়ালে।

জড়তায় জড়ানো ইতিহাসের মেলায়
খুঁজি সে চিরচেনা মুখ,
আমার অদ্যটা অসুস্থ দুর্বল
তোমার ও যে হৃদয়ে অসুখ।

চোখ মেলে দেখো- বদলেছে ৠতূ
ডালে ডালে মেলেছে কুঁড়ি,
বদলায়নি শুধু- অস্তিত্ব তোমার
এ হৃদয়ে সর্বোপরি ॥

-০-

0 Shares

২১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ