না-থামা-বৃষ্টি হয়ে এসো আবার
যেমন এসেছিলে সেই সে-বার,
হয়ে যাক একটু লেনদেন, সন্ধি গড়ার;

বখে যাওয়া দমকা/ইঁচড়ে-পাকা বাতাস
সে তো থাকেই প্রতিপক্ষের মত!

নিয়তি ভেবে ঘাসের উপর বিছিয়ে
দিতে পার, ফোঁটা ফোঁটা হীরক-কণা
অনিন্দ্য সৌন্দর্যের বন্ধুত্বে, দ্বন্দ্ব মিটিয়ে;

চাঁদ-কে জড়িয়ে ধরা দূর-মেঘ
বৃষ্টি হয়ে এসো, হেঁটে বেড়ানো ফুলের সাথে,
উচ্ছ্বসিত অত্যুজ্জ্বলতায়, আলো আধারের গোধূলিতে;

তারপর অবশেষে, শীতল প্রশান্তিতে,
চোখ মেলি জীবনের গভীরতম প্রবহমানতায়
অকালমৃত্যু-রোধী হয়ে, হৃদ-রঙের বর্ণ-বিভায়।

গান ও ছবি নেটের।

0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ