
ভোরের শিশির স্নাত শিউলি শয্যায়
বাসন্তী ছটায় দোয়েলের অবগাহন;
হেমন্ত ফসলের মৌ মৌ গন্ধে দামাল ছেলেরা-
মিতালী করেছে অম্বর নীলিমায়
মেঘবালিকার দূরন্তপণার সাথে।
পালতোলা নৌকার ছলাৎ ছলাৎ ছুটে চলা ,
ঢেউয়ের পর ঢেউ যেন দূর্বার আকর্ষণে
ছুঁয়ে যায় নূয়ে পড়া কাশবনের নগ্ন চরণখানি।
দিগন্ত জোড়া হিরণ্যময়!সোনালী আবৃত সবুজের সমারোহ-
প্রকৃতিকে দিয়েছে নতুন বসন।
ছাতিমের গন্ধে মাতাল শর্বরীর দেহ-বল্লরী।
ঘরে ঘরে নবান্ন আর পিঠা পুলির সুঘ্রাণ
ব্যাকুল করে ছেলে,বুড়ো আর পথিকজনকে।
হেমন্তের পূর্ণশশীতে রাতের আঁধার ঢেকে যায়;
জ্যোৎস্নার আলো বিকোয় উঠোন জুড়ে-
সেই আলোতে চলে কৃষাণ কৃষাণির মহোৎসব।
হেমন্তের মেঘ-বৃষ্টি-রৌদ্রের খেলায়
কে কখন ছুঁয়ে যাবে-
চঞ্চলা প্রকৃতির মাঠ-ঘাট-প্রান্তর;কেই-বা জানে ?
কাশফুলের ময়ূর-চূড়ায় কিশোরীর খোঁপা
সেজেছে পুচ্ছ তোলা পাখির মতো;
কৃষ্ণ জলে পা ভিজিয়ে পাড়া মাতায় ঝরো ঝরো।
কাস্তে হাতে কৃষকের মাঠে মাঠে আমন ধান কাটার ব্যস্ততা ;
মেয়েদের নাইওর আগমনে চিত্ত আনন্দে আত্মহারা।
২১টি মন্তব্য
ছাইরাছ হেলাল
নবান্ন উৎসবের সুন্দর চিত্র ফুটে উঠেছে।
নাইওর শব্দের সুন্দর ব্যবহার দেখলাম অনেক দিন পর।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা
ত্রিস্তান
অসাধারণ সুন্দর একটা কবিতা।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ সন্ধ্যা
ফয়জুল মহী
অনন্যসাধারণ লিখনী । শুভেচ্ছা সতত ।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভকামনা রইল
সুরাইয়া পারভীন
চমৎকার লিখেছেন দিদি 👏👏👏
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু 💓🌹। শুভ কামনা রইলো
ইসিয়াক
খুবই সুন্দর লিখেছেন দিদি।
ভালো লাগলো্
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন সবসময়
সুপায়ন বড়ুয়া
গ্রামীন জনপদ তুলে আনলেন
কাব্যিক ছন্দে।
আহা কি আনন্দ
আকাশে বাতাসে।
শুভ কামনা।
সুপর্ণা ফাল্গুনী
হুম আহ্ কি আনন্দ দাদার মনেতে, তাইতো ছড়ায় কাটে মন্তব্য সোনেলাতে। ধন্যবাদ দাদা ভালো লাগলো। শুভ কামনা রইলো
সাবিনা ইয়াসমিন
শব্দ দিয়ে হেমন্তের ছবি এঁকেছেন, পড়ার সাথে সাথে দৃশ্য গুলো ভেসে উঠেছে চোখের সামনে।
চমৎকার প্রকাশ।
শুভ কামনা 🌹🌹
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো লাগলো মন্তব্য পেয়ে। শুভ কামনা রইলো
সঞ্জয় মালাকার
চমৎকার লিখনী দিদি ভালো লাগলো খুব।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ দাদা। ভালো থাকুন সবসময়
কামাল উদ্দিন
চমৎকার ভাবে আমাদের গ্রামীন কথকতা ফুটিয়ে তুেছেন আপু……ভালোলাগা জানিয়ে গেলাম।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইলো
কামাল উদ্দিন
আপনার জন্যও শুভ কামনা সব সময়
আরজু মুক্তা
নবান্নের দারুন চিত্র। ভালো লাগলো।
সুপর্ণা ফাল্গুনী
ধন্যবাদ আপু। ভালো থাকবেন শুভকামনা রইলো