সুরঞ্জনা যখন সীমিত

ছাইরাছ হেলাল ৫ মে ২০২০, মঙ্গলবার, ০৬:০৪:৪৫অপরাহ্ন রম্য ৩৪ মন্তব্য

 

সুরঞ্জনা,
ওইখানে যেয়ো নাকো তুমি,
বোলোনাকো কথা ঐ সিক্স-প্যাক যুবকের সাথে;

সুরঞ্জনা,
ধানসিড়ির চিপায় চাপায় ঘুর-ঘুর কোরোনাকো যখন-তখন
এড়িয়ে লোকচক্ষু, চুলচুলে-চুপচুপে-তুলতুলে আলো আধারিতে;
রূপালি জ্যোৎস্নায় আধার লুকিয়ে, বেড়াল-চাতুরীর গভীরতা নিয়ে,
ঐ যুবকের সাথে শুয়ে-শুয়ে চক্রাকারে(এক্রোবেটিক স্টাইলে)
জ্যামিতির কেন্দ্র-জ্যা এর হিসেব কোরোনা।

সুরঞ্জনা,
সীমিত পরিসরে সব সব কোরো, তবে সেফটি ফার্স্ট-মাস্ট;
আমার প্রেম এখন ঘাস, আড়াল আকাশে।

তবুও ফিরে এসো সুরঞ্জনা;

সুরঞ্জনা,
তা ধিন ধিন নাচের তালে অমৃতযোগ ভেবে
যেয়ো নাকো ঐ চাঁদের দেশে,
সেখানে পান-মুখে বসে আছে মেশিন ম্যান
সদা প্রস্তুত সাড়ে সাত ইঞ্চির তীক্ষ্ণ ফলা,
ট্রাক চালিয়ে দেবে সানুদেশ বরাবর মুহুর্মুহু,
যেমন চালিয়েছিল একাত্তুরে,
ট্যাঁ-ফোঁ করার সময় দেবে না,
দেয়নি যেমন আগেও।

ফিরে এসো কুঁদুলী সুরঞ্জনা, আত্মপ্রসাদ ভেঙ্গে,
সীমিত পরিসরে;

সুরঞ্জনা,
এসো, বসি, গা-ঘেঁসে,এই ধানসিড়ির জলপিড়িতে,
জানতে চাই-না প্রবিষ্টতার হিসেব, ঐ যুবকের সাথে,
শুধু জানতে চাই সেফটি-মেজার নিয়েছিলে তো!

সুরঞ্জনা,
দেখ দেখ, সেই যুবক দাঁড়িয়ে গাছ-আড়ালে,
গুনছে তীব্র সান্নিধ্যের অপেক্ষা-প্রহর,
এস এস দ্রুত সেরে ফেলি কাজের কাজ/কথা,
হ্যাঁ, সীমিত পরিসরে, মাস্ক নিয়েই।

সুরঞ্জনা,
ফিরে এসো,
তলে তলে টেম্পু/গাড়ী যাই চালাও
আমাকে কোয়ারেন্টাইনে রেখে
শুধু হরতাল ডেকো-না, প্লিজ লাগে।

সুরঞ্জনা
তোমাকেই চাই, অ-সীমিত পরিসরের খোলা জানালায়
উন্মুক্ত সরোবর কোলাহলে;

বিদ্রঃ
হৃদয়বান/বতী পাঠক, পাঠ করুন সীমিত পরিসরে,
সেফটি মাস্ট-ফার্স্ট।

ছবি নেটের।

0 Shares

৩৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ