সুখোৎস

নাজমুল হুদা ১ জুন ২০১৯, শনিবার, ১২:১৩:০৮অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

সৃষ্টিলগ্নে দৃষ্টিগোচর পূর্ণতার কলস কেউ না;

বলবে কাকে? একতরফা কার জলাশয়ে?
তৃষিত তৃপ্তি মেটাও, সুখ দাও।

মধ্যবিত্ত সন্ধানীরা সুখের উৎস খুঁজে
বুঝে গেছে- পরস্পর পিপাসিত সুখে
ব্যথা ফালাও, ব্যথা ডুবাও, সুখ উঠাও।

সুখের আকালে- একে অপরের কলসে
ব্যথা ডুবাও, সুখ তুলো, সুখ গিলো।

সুখ সন্ধানে- লাল কলসের ফুসফুসে
কষ্ট হবে, কষ্ট পাবে, কষ্ট দিবে মেনে
ব্যথা ডুবাও, সুখ উঠাও, সুখ খাও।

সুখ তো কলস নিম্নে জমানো জল
ব্যথাহীন যা উঠে না
সুখ তো দুটো ইচ্ছার দীর্ঘায়ু মিলন
ব্যথাহীন যা জন্মে না।

নেত্রকোনা, ময়মনসিংহ।

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ