মুখোশপরা

নাজমুল হুদা ৮ জুন ২০২০, সোমবার, ১২:৪০:৩৭অপরাহ্ন কবিতা ১৭ মন্তব্য
ঈশ্বর কী জানে--
সৃষ্টি সেরা মানুষ ভুলে গেছে‌ আমায়;
.
         আমার সৃষ্টি কবিতা ভালো থাকা শিখায়
         ভুলে গেছে ভুলে যাক- বিকল্প তাঁর স্বাদে
         তোমার মানুষ এমনেই গরম শরীর খোঁজে।
.
ঈশ্বর কী জানে--
মুখোশ তাঁর খুলে রেখে গেছে আমায়;
.
         তোমার সৃষ্টি মাংসপেশী মানুষ বুঝে নাই
         চলে গেছে চলে যাক- বিকল্প কার ঘ্রাণে
         তোমার মানুষ এমনেই ভোগ বিলাসী টানে।
.
ঈশ্বর আমি তাঁকে দেখি--
যেমন খুশি তেমন সাজে-- ইচ্ছে বোবা হয়;
তোমার সৃষ্টি মানুষ সাজা সহজ বিষয় নয়।
0 Shares

১৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ