মহাকালের রঙ্গমঞ্চ

সুপর্ণা ফাল্গুনী ১৫ নভেম্বর ২০২০, রবিবার, ১২:০০:০৫পূর্বাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

প্রাচীন শশাংক গগনে হেলান দিয়ে নামতা আওরাচ্ছে,
খোলসবিহীন আত্নারা নীরদের চড়কায় ঘুরছে সময়ের পেন্ডুলামে।
বৃন্দাবনে শ্যাম কীর্তনে মাতোয়ারা ললিতাগণে;
তুমি-আমি ব্রত জীবনের হিসাব মেলাতে।
নানান অলঙ্করণে সজ্জিত ঐতিহাসিক মানব-সভ্যতা;
চরিত্র গুলো পোশাক বদলাচ্ছে গিরগিটির আদলে।
দেয়াল ঘড়িতে মৃত্যু পরোয়ানা বহাল- তবুও রঙ্গমঞ্চে চলছে অভিনয়ের দুর্দান্ত প্রদর্শনী।
অনুভূতিহীন সমাজ-ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন-
হৃদয়ের বেলাভূমিতে স্মৃতিগুলোর অস্তিত্বের হুংকার;
তথাপি বিস্মৃতির অতলে আশ্রয় খুঁজি চাতুরীয় ঢংয়ে।

 প্রবীণ-চোখে আগুনের উত্তাপ ছাইভস্ম উড়ায় অলক্ষ্যে,
নেশার পানীয়তে দুঃখ বিলাসী সুখের পায়রা গুনে।
সাগরের ফেনিল স্রোতে শবদেহের দ্রবীভূত লোনাজল-
বালিতে সমাধিস্থ।
পালকবিহীন ঘুড়ি এথা হোতা খাচ্ছে গোট্টা, তবুও উড়তে চায় নাটাই ছাড়া;
সোমরসে বুঁদ হয়ে জীবনকে খুঁজি মর্ত্যের স্বর্গ-দ্বীপে।
সহস্র আর্তনাদ, অপ্রকাশিত গল্প- নোনায় ধরা দেয়ালে বন্দী;
নাগরিক সভ্যতা মাকড়সার জালে জড়িয়ে আছে আষ্টেপৃষ্ঠে।

ছবি-নেট

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ