বাংলার রূপে

বোরহানুল ইসলাম লিটন ২০ ডিসেম্বর ২০২০, রবিবার, ০২:৩১:৩২অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

জন্ম আমার তোর কোলে মাগো
প্রকৃতির রূপে সদা চঞ্চলা প্রাণ,
আবেশিত সুখ আকাশে বাতাসে
গলে মুখে তাই জীবনের জয়গান।

মন ছুটে যায় সবুজের ক্ষেতে
কাস্তে কোদালে সেজে গরবের চাষী,
রাখালী বেনুর ডাকাতিয়া সুরে
বৃক্ষ শাখায় কখনো হয়ে উদাসী।
বিচিত্র রূপে জাগে শিহরণ
উছল হাসিতে ডেকে মমতার বান।

ঘন বরিষণে নামে যদি ঢল
স্বপ্ন বেড়ায় নৌকা বাঁধার ঘাটে,
চৈত্র গরমে দর দর ঘামে
ছুটে চলে মন তেপান্তরের মাঠে।
অপরূপ রূপে ধন্য জীবন
কখনো বা হয় তাণ্ডবে খান খান।

রৌদ্র পোহানো শীতের সকাল
সে তো হৃদয়ের চির অমলিন স্মৃতি,
পাকা ধান বিনে যাবে কি কখনো
কৃষকের মুখে শোনা পল্লীর গীতি?
পুষ্পে ভরা এ বঙ্গ জননী
ছেড়ে যেতে মন চাহে না কখনো প্রাণ।

৫২০জন ৪৩৬জন
0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ