বসন্ত এসেছে কুসুম বনে

ছাইরাছ হেলাল ৯ ফেব্রুয়ারি ২০২০, রবিবার, ১২:০৭:৩৯অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৫ মন্তব্য

 

থমকে যাওয়া সময়ে লাল-চোখ বসন্ত
চাওয়াচাওয়ি করে, নিত্য সঙ্গীর মত
গায়ে গা মেখে;

না-লেখা কবিতা এখন-ই লিখে ফেলবে!
না-কী লিখি-লিখি ভাব নিয়ে /দেখিয়ে
দিব্যি জাবর কাটবে!

টুকরো হাওয়ারা আপন-মনে/আনমনে
রোমাঞ্চিত ঝাঁপি খুলে বাইরে এসে দাঁড়িয়েছে,
রোমাঞ্চিত হবে কী-না ভাবছে/ভাব নিচ্ছে,
মরীচিকার মাচায় উঠে আত্মতৃপ্তির ভান ধরে
হঠাৎ ঝিলকিয়ে বসন্ত বলে,‘দ্যাখো দ্যাখো
কবিতা নিয়ে এসেছি’!

থমকে গিয়ে, কিছু সাহস কর্জ নিয়ে ভাবি,
কী-না-কী মিলিয়ে/মিশিয়ে
রসুন-বুনানোর গল্প ফেঁদে বসবে!
তারপর-ও, তবুও ছেঁকে ধরা বসন্ত-ফুল কবিতা নেইনি,
বৈধ-অবৈধতার আড়ালে অজস্র রসদের
ঝুঁকে পড়া সন্ধিক্ষণে ভালোবাসার ভাবনা বিলোতে চাইনি;

ফী বছরের মত বসন্ত আবার এসেছে,
মসৃণ-অক্ষততা নিয়ে, হারিয়ে যাওয়ার
শীতল আক্রোশে, টিয়ে-ঠোটে কবিতা ঝুলিয়ে
অনুক্ষণ চোখে চোখ রেখে, গন্ধ সমীরে;

ছবি...নেটের

0 Shares

৩৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ