পরীদের ধানসিঁড়িতে

ছাইরাছ হেলাল ২ নভেম্বর ২০১৯, শনিবার, ০৩:৪১:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৩০ মন্তব্য

 

হঠাৎ খুলে যাওয়া স্বর্গদ্বার থেকে
হেমন্ত-পরীরা বেড়িয়ে আসছে,দলবেঁধে,
বিলম্বিত লয়ে নূপুর-তালের আলতো পায়ে,
আনন্দ-শিহরণের ধানসিঁড়িটির তীরে;
কুয়াশা-প্রতিম শব্দ-শূন্যের এই সিক্ত প্রভাতে
পুষ্পক রথ হেলায় ঠেলে ফেলে;

মিলন-যুদ্ধ নয়, প্রাণের মিলন-মেলা,
অপলক নেত্রে শুধুই তাকিয়ে থাকা/চেয়ে থাকা,
ভাষাতীত আকস্মিক উন্মাতাল অনুভবে;

উধাও আচানক শহুরে কাব্যিক মায়াজাল
অভিবাসী চোখ শুমারি ভুলে সশব্দ-স্থবিরতায়
স্মৃতির-সূচকে কবিতায় শুধুই ভাবে, হেমন্ত-পরীদের কথা;

0 Shares

৩০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ