নারী দিবস

সুপর্ণা ফাল্গুনী ৯ মার্চ ২০২১, মঙ্গলবার, ১১:০০:১৯অপরাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

'Happy Women's Day' এই কথাটি গতকাল কম-বেশি সবার ফেসবুক ওয়ালে দাপিয়ে বেড়িয়েছে, ম্যাসেঞ্জারে শুভ বার্তায় ভরে গেছে সব নারীর আইডি, পোষ্টারে ছেয়ে গেছে বিলবোর্ড সহ সংবাদপত্র । আচ্ছা এইযে এতো এতো বিজ্ঞাপন, নারীর নিরাপত্তা নিয়ে হৈচৈ তাতে করে কয়টা নারীর মুক্তি মিলেছে দাসত্ব থেকে, কয়টা নারী ফিরে পেয়েছে তার হারানো সম্মান, সম্ভ্রম? কয়জন নারীকে তার অধিকার ফিরিয়ে দেয়া হয়েছে? রাস্তাঘাটে, ঘরে-বাইরে কয়টা মেয়ে তার সম্ভ্রম হারানো থেকে রক্ষা পেয়েছে, কয়জন নারীর মুখে হাসি ফুটেছে? নারী দিবসের কথা আমাদের দেশের কতজন নারী-পুরুষ জানে?

 

এসব দিবসের মাহাত্ম্য কি যা পালনে কোনো সফলতা আসেনা, নারী ডুকরে কেঁদে মরে চার দেয়ালের মধ্যে? ফি বছর এই দিনটি আসে - তাতে কয়টা ধর্ষণ বন্ধ হয়েছে? উল্টো দিবসের ডামাডোলে নারীর অবমাননা, কান্না- চাপা পড়েছে। দিবস শুধুই লোক দেখানো চাকচিক্য আর ফ্যাশনের রঙ-তামাশায় পরিণত হয়েছে।

শুভ হোক নারী দিবস। সব নারীকে নারী দিবসের শুভেচ্ছা ও শুভকামনা

 

ছবি-গুগল

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ