
ধর্মের বেসাতি কেনাবেচা আর কতকাল চলবে?
ভুলে গেলি যখন এ ধরায় এসেছিলি তখন উলঙ্গ শরীরে কোন সে ধর্মের ছাপ ছিল?
পিতা-মাতা, পরিবার, সমাজের শেখানো বুলিতে বনে যাস- মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন গোত্রীয়।
পৃথিবীর জন্মলগ্নে নারী-পুরুষ শুধুই ছিল খোলা মাংসপিন্ডের দলা;
আজ সেখানে লেগেছে ধর্মের মোড়কে বিজ্ঞাপনের বাহার।
নগ্ন-শরীরে বক-ধার্মিকের বেশে টু-লেট সেঁটেছিস ক্রেতা ফাঁসাতে।
রাজনীতিতে, ক্ষুধার্ত-হাহাকারে, মৃত-সংবাদে, খেলাধূলাতে, বিনোদনের পাতায় ধর্মকে করেছিস বিভক্ত;
ধর্ম হয়েছে আজ যত্রতত্র বিকানো অন্তঃসারশূন্য সস্তা, বাহারী পণ্য-
জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দিলেই ধর্ম ধরা দিবে হাতের মুঠোয় ডিজিটাল পন্থায়?
ছবি-গুগল
২৫টি মন্তব্য
জাহাঙ্গীর আলম অপূর্ব
Excellent
রেজওয়ানা কবির
অপূর্ব ভাই সোনেলায় বাংলায় মন্তব্য করার নিয়ম।
সুপর্ণা ফাল্গুনী
বাংলায় মন্তব্য করুন। প্রথম মন্তব্যের জন্য অভিনন্দন। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল
রেজওয়ানা কবির
সব ধর্মের একই উদ্দেশ্য সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই। আমরা মানুষরাই ধর্মের বিকৃতি আর মিথ্যে দোহাই দিয়ে বড়াই করি এতে সমাজটাকেই নষ্ট করি। সবাই মানুষ ভাবি অন্যের ধর্মকে সম্মান করি।। ভালো লিখেছেন খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুভকামনা।
সুপর্ণা ফাল্গুনী
অনেক দিন পর আপনাকে পেলাম আপু। খুব ভালো লাগলো। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন সুস্থ থাকুন একরাশ শুভকামনা। শুভ সকাল
খাদিজাতুল কুবরা
ভালোই বলেছেন দিদি ভাই। ধর্মের নামে অধর্মই বেশি আজকাল। ধর্মতো একটা ঢাল মাত্র।
সকল বিতর্কের পরও এটাই বলবো, ধর্মীয় অনুশাসন মেনে চললে এতো নৈরাজ্য হতো না।
খুব ভালো লিখেছেন দিদি ভাই
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ আপু। ধর্মীয় অনুশাসনে থাকাটা খুব ভালো কিন্তু সেটাকে পণ্য বানানো, বাড়াবাড়ি করা, বিধর্মীদের হেয় করা হচ্ছে বেশি। আপনার বাবার বাড়ির সাথে শ্বশুর বাড়ি বা অন্যের বাড়ি কখনো কোনকিছুতে মিলবে না তাই বলে কি আপনি তাদের অসম্মান করবেন, ছেড়ে দিবেন? তাই ধর্ম যার যার দায়িত্ব সে যেভাবে শিখেছে , জেনেছে সেভাবেই পালন করবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আলমগীর সরকার লিটন
চমৎকার ধর্মএখন এরকমী হয়েছে কবি দিদি
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন সবসময় শুভ সকাল
ছাইরাছ হেলাল
প্রকৃত ধর্ম কী, কেমন করে, তাই ই তো আমরা ভুলতে বসেছি।
সুপর্ণা ফাল্গুনী
একদম। প্রকৃত ধর্মের ধরন, বরণ, গড়ন সব কালের গর্ভে হারিয়ে ফেলেছি। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা। ভালো থাকবেন
ফয়জুল মহী
অনবদ্য লেখনীতে দারুণ ভাবনার প্রতিফলন ঘটিয়েছেন
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ আপনাকে নিয়মিত অনুপ্রেরণায় রাখার জন্য। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
প্রদীপ চক্রবর্তী
ধর্মের কেনাবেচায় ধর্মান্ধরা জড়িয়ে আছে।
তারা প্রকৃত ধর্মকে অনুসরণ না করে নিজের মনগড়া ধর্ম তৈরি করে তা অযথা ব্যবহার করছে।
.
প্রকৃত ধর্ম বলছে এক কথা আর ধর্মান্ধের তৈরি করা ধর্ম বলছে আরেক কথা।
প্রকৃত ধর্ম হারতে বসেছে এখন।
.
ভালো লিখেছেন, দিদি।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার মন্তব্য। ধর্মান্ধ রা ধর্মকে নিজের মতো করে সাজিয়ে পরিবেশন করছে আর অন্যের উপর চাপিয়ে দিচ্ছে। ধর্মের মূল উদ্দেশ্য টাই নষ্ট হয়ে গেছে এদের কারণে। ধন্যবাদ দাদা। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা
আরজু মুক্তা
ধর্মের চেয়ে আগাছা বেশি।
সব ধর্মই সুন্দর কথা বলে। সেগুলো না মেনে শুধু আগাছা গজিয়ে চলেছি।
সুপর্ণা ফাল্গুনী
একদম তাই। ধর্মের চেয়ে আগাছা বেড়ে গেছে। ধর্মকে হাতিয়ার করেই আগাছা বাড়াচ্ছে । ধর্মের উদ্দেশ্য টাকে নষ্ট করে ধর্ম ধর্ম করছে। ভালো থাকবেন সবসময় শুভ কামনা নিরন্তর
মনির হোসেন মমি
মানুষের রক্ত যখন একই লাল মিশ্রনে যায়না পৃথক করা তখন ধর্ম নয় মানুষের চেয়ে বড় আর আছে কীতা। মনের কথাগুলো যেন কবিতায় ফুটেে উঠেছে।।
সুপর্ণা ফাল্গুনী
সত্যিই তাই ভাইয়া। যখন কারো রক্ত লাগে তখন কিন্তু ধর্ম দেখা হয়না তাহলে ধর্মের দেয়াল টেনে আনা হয় কেন অন্য সবকিছুতেই? যে ধর্ম আমাদের সুস্থ, সুন্দর, ভালো রাখার জন্য , সে-ই ধর্মকেই ব্যবহার করা হয় আমাদের মানসিকতা কে দূষিত, নষ্ট করার হাতিয়ার হিসেবে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
তৌহিদ
ধর্মকে আমরাই কলুষিত করেছি। যুগে যুগে ধর্মকে নিজেদের স্বার্থের জন্য সুবিধামত আমরাই কাস্টমাইজড করেছি। অথচ আমরা মানুষ যারা একমাত্র জীব সৃষ্টিকারীর উপসনা করি।
চমৎকার লিখেছেন দিদিভাই।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। চমৎকার মন্তব্য এর জন্য অফুরন্ত কৃতজ্ঞতা। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা নিরন্তর
নবকুমার দাস
সুন্দর ভাবনা, চমৎকার প্রকাশ । মনুষ্যত্বই মানুষের ধর্ম । সবার উপরে মানুষ সত্য ।
সুপর্ণা ফাল্গুনী
অসংখ্য ধন্যবাদ দাদা। পাশে থাকার জন্য কৃতজ্ঞ। ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা সতত
রোকসানা খন্দকার রুকু
ঠিক বলেছেন দিদিভাই। আমরা কিভাবে এলাম, কিভাবে যাব এটা ভুলে যাই। দুনিয়ায় ব্যস্ত হয়ে পরি।
অনেক সুন্দর কবিতা। শুভ কামনা রইলো।😍😍
সুপর্ণা ফাল্গুনী
হুম ঠিক তাই ভুলে যাই আসা-যাওয়ার কথা। সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপু। একরাশ শুভেচ্ছা ও শুভকামনা রইলো