ধর্মের বেসাতি

সুপর্ণা ফাল্গুনী ২৯ নভেম্বর ২০২০, রবিবার, ১২:০০:০৫পূর্বাহ্ন কবিতা ২৫ মন্তব্য

 

ধর্মের বেসাতি কেনাবেচা আর কতকাল চলবে?
ভুলে গেলি যখন এ ধরায় এসেছিলি তখন উলঙ্গ শরীরে কোন সে ধর্মের ছাপ ছিল?
পিতা-মাতা, পরিবার, সমাজের শেখানো বুলিতে বনে যাস- মুসলিম, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, জৈন গোত্রীয়।

পৃথিবীর জন্মলগ্নে নারী-পুরুষ শুধুই ছিল খোলা মাংসপিন্ডের দলা;
আজ সেখানে লেগেছে ধর্মের মোড়কে বিজ্ঞাপনের বাহার।
নগ্ন-শরীরে বক-ধার্মিকের বেশে টু-লেট সেঁটেছিস ক্রেতা ফাঁসাতে।

রাজনীতিতে, ক্ষুধার্ত-হাহাকারে, মৃত-সংবাদে, খেলাধূলাতে, বিনোদনের পাতায় ধর্মকে করেছিস বিভক্ত;
ধর্ম হয়েছে আজ যত্রতত্র বিকানো অন্তঃসারশূন্য সস্তা, বাহারী পণ্য-
জায়গায় দাঁড়িয়ে আওয়াজ দিলেই ধর্ম ধরা দিবে হাতের মুঠোয় ডিজিটাল পন্থায়?

 

ছবি-গুগল

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ