
তুলছে কতো অট্টালিকা
করতে পূরণ স্বপ্ন মনের আশ,
কেউ খেয়ে রোজ মণ্ডা মিঠাই
ঘোর নিদেও ফেলছে সুখের শ্বাস।
তাই বলে কি গরীব দুখী
কষ্টে শুধু চলছে টেনে দুখ?
জীর্ণ ঘরেই মিলছে ওদের
তুষ্টিতে বেশ আত্ম জয়ের সুখ।
সবাই যখন সুখ সু’আশে
হোক না কাজে জপছে আলেক সাঁই,
নিভৃতে কেউ খুঁজছে তখন
কর্মতে তার মন মানুষের ঠাঁই।
১১টি মন্তব্য
আলমগীর সরকার লিটন
বেশ ছন্দময় কবি দা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন কবি দা।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন।
মোঃ মজিবর রহমান
সুখ কর্মেই খুজি, কর্মেই আনন্দ ধরি
অট্টালিকায় অট্টহাসই না থাকে দুঃখও ধরি।
গরীব থাকে খেয়ে দেয়ে না থাকে কুটনামি
খায়দায় গাননাচে ধেয়ে ধেয়ে চলি।
বোরহানুল ইসলাম লিটন
মূল্যবান মন্তব্য দিয়ে ভীষণ অনুপ্রাণিত করলেন প্রিয়।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অফুরাণ।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।
মোঃ মজিবর রহমান
আপনার লিখায় অনুপ্রাণিত বলেই মন্তব্য একাই চলে এসেছে প্রিয়। শুভ ব্লগিং। শুভ রাইটিং।
ফয়জুল মহী
অপূর্ব শিল্প সাধন ও
গুচ্ছিত শব্দাবলী।
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা অফুরাণ প্রিয় কবি।
সুস্থ থাকুন ভালো থাকুন।
সুপর্ণা ফাল্গুনী
চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ। ছন্দের তালে কবিতা দারুন লেগেছে। ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা রইলো অবিরাম
বোরহানুল ইসলাম লিটন
সুন্দর মন্তব্যে ভীষণ মুগ্ধ হলাম প্রিয় কবি।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল অন্তহীণ।
সুস্থ থাকুন খুব ভালো থাকুন নিরাপদে থাকুন।
আরজু মুক্তা
সুন্দর কবিতা
বোরহানুল ইসলাম লিটন
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন।
সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন।