ঠাঁই

বোরহানুল ইসলাম লিটন ২৭ ডিসেম্বর ২০২০, রবিবার, ০৮:০৪:০২পূর্বাহ্ন কবিতা ১১ মন্তব্য

তুলছে কতো অট্টালিকা
করতে পূরণ স্বপ্ন মনের আশ,
কেউ খেয়ে রোজ মণ্ডা মিঠাই
ঘোর নিদেও ফেলছে সুখের শ্বাস।

তাই বলে কি গরীব দুখী
কষ্টে শুধু চলছে টেনে দুখ?
জীর্ণ ঘরেই মিলছে ওদের
তুষ্টিতে বেশ আত্ম জয়ের সুখ।

সবাই যখন সুখ সু’আশে
হোক না কাজে জপছে আলেক সাঁই,
নিভৃতে কেউ খুঁজছে তখন
কর্মতে তার মন মানুষের ঠাঁই।

0 Shares

১১টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ