
“আব্বু আম্মুর সাথে এই খুনশুটি গুলো সারাজীবন অটুট থাকুক 🙈🙊🙉.
আজ দুপুরে বার্থরুমে গোসলে ঢুকলাম চোখ পড়লে জোঁক ওরে আল্লা কি করি,, দৌড়ে গিয়ে আম্মুকে জিজ্ঞাস করলাম জোঁক মারতে চিনি না লবন দিতে হয় আব্বু বললেন লবন।আমি তাড়াতাড়ি লবনের পেকেট নিয়ে আসলাম তারপর পাহাড়ের মতো উঁচু করে জোকটাকে লবন দিয়ে ঢেকে ফেললাম। তারপর গর্বে বুকটা ফেটে যাচ্ছিল আমি জোঁক মেরে ফেলছি তাৎক্ষনিক আব্বুকে খবর দিলাম আব্বু তো অবাক আমি জোঁক মেরেছি তিনি খুশিতে আত্নহারা আম্মু, আব্বু দুজনেই আসলেন আম্মু জোঁকের পাশে লবনের পেকেট দেখে চিৎকার করে বললেন একটা জোঁক মারতে এক কেজি লবন লাগে..? 👹
আমি ভয়ে চুপ আব্বু আম্মুকে ধমক দিয়ে বললেন জীবনে তো একটা মশাও মারতে পারলে না বরং আরশোলার ভয়ে দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমাতে আর আমার মেয়ে জোঁর মেরে ফেলছে বরং গর্ব করো মেয়েটা তোমারও 😆
আমি এবার শাহস নিয়ে বললাম আম্মু জোঁকটা কোন ভাবে পাইব দিয়ে বার্থরুমে চলে আসছে যদি আমাদের রুমে চলে যেত কে জানে কাকে কাঁমড় দিত এবারও আম্মুও কিছুটা ভয় পেলেন।তাড়াতাড়ি পাশের রুম থেকে বেলচা এনে লবন সরিয়ে জোঁকটাকে বেলচায় তুলবেন অমনি আম্মু হা হা হা হা করে হাসতে শুরু করলেন আমি, আব্বু অবাক আমাদের হাসি শেষ আম্মুর হাসি শুরু। ব্যাপারটা দেখার জন্য আব্বু চোখে চশমা দিয়ে একবার জোঁকের দিকে আরেকবার আমার দিকে তাকালেন কিছু বুঝতে পারছিলাম না ঘটনা কি, 😞
এবার আম্মু হাসি থামিয়ে বললেন মহারাজ আপনার রাজকন্যা জোঁক না কেঁচো মেরেছে 😂😂😂
আপনার গর্ব দেখে আমি ভাবছিলাম আলিফ বাঘ মেরেছে 😜😜😜
আব্বু লজ্জিত হয়ে বললেন যাই হোক আমার আলিফ পিঁপড়ে মারতে ভয় পায় সে যে একটা কেঁচো মারতে পেরেছে আমি তাতেই খুশি 😍
আমি ভয়ে ভয়ে বললাম আম্মু কেঁচোটা পরিষ্কার করো আমার গোসলের দেরি হয়ে যাচ্ছে।
আম্মু হাসতে হাসতে বললো তোমরা বাবা মেয়ে তো খুব সাহসি যাও কেঁচোটা কে বাইরে ফেলে এসো আব্বু চুপচাপ রুমে চলে গেল আমি নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম 🙈🙊🙉
আম্মু কেঁচো সহ বেলচা লবন নিয়ে চলে গেল আড় চোখে আমার দিকে তাকিয়ে বললো রাজকন্যারা বাঘ শিকার করে, কেঁচো না 😷
আম্মু সব রাজকন্যারা হিংস্র হয় না কিছু রাজকন্যা মায়াবতীও হয় বলেই বার্থরুমের দরজা বন্ধ করে দিলাম 😂😂
তারপর বাকিটা ইতিহাস।
“আলিফ
১০টি মন্তব্য
খাদিজাতুল কুবরা
বাবা মা এমনই।
অনেক স্মৃতি মনে করিয়ে দিলেন আপু।
বাবা মার আদরের রাজকন্যা হয়ে থাকুন চিরকাল। শুভকামনা রইল
সুপর্ণা ফাল্গুনী
জোঁক বলেন কেঁচো বলেন দুটোই আমার কাছে ভয়ংকর লাগে। অনেক দিন পর আপনার লেখা পড়লাম আর খুব হাসলাম। বাবা-মায়ের এমন খুনসুটি ভালোই লাগে । চমৎকার লিখেছেন আপু। ধন্যবাদ আপনাকে। নিরাপদে থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
আরজু মুক্তা
হায়রে সাহসী!!!
হা হা
বাবার রাজকন্যা
মনির হোসেন মমি
হাহাাহাা এমন ঘটনা ঘটাইলেতো না হেসে পারা যায় না। জোক ভয় পাবেন না জোক কামরালেে কিিন্তু শরীরে অনেেক উউপকাার হয়।
মোঃ খুরশীদ আলম
বাবা-মায়ের কাছে সন্তানরা সবসময় রাজপুত্র-রাজকন্যা। ভাল লাগল আপনার স্মৃতিবহ কাহিনীটি।
জোঁক দেখে অধিকাংশ মানুষ ভয় পেলেও আসলে এরা খুব নিরীহ প্রাণী। রক্ত চোষা ছাড়া আর তেমন কোন ক্ষতি করে না। যদি কখনো জোঁক ধরে বসে তবে চিৎকার চেচামেচি না করে মাথা ঠাণ্ডা রাখুন। দুই আঙ্গুল দিয়ে সজোরে ধরে মাটিতে রেখে দিন। এর পর মারার ব্যবস্থা করুন। ধন্যবাদ। জোঁক উপাখ্যান- ভালই ছিল। মনে পড়ে গেল “ জোঁক” গল্পের কথা।
রেজওয়ানা কবির
প্রত্যেক বাবা মায়ের কাছেই তার সন্তানরা রাজপুত্র আর রাজকন্যা। ভালো থাকুন সবসময়। অনেক কিছু মনে পরে গেল।
সুরাইয়া পারভীন
হুম আলিফের কেঁচো মারার গল্প বেশ ভালোই লাগলো। ভালো থাকুন বাবা মায়ের আদুরের রাজকন্যা হয়ে।
রোকসানা খন্দকার রুকু
আমি ভাবলাম জোক বাথরুমে ক্যামনে? ও তারপর চেরা মানে কেচো। বেশি করে ফিনাইল টিনাইল দিয়ে দিন নইলে আবার আসবে। লবন ঢালাঢালির দরকার নেই। রেখে দিয়েন আমি ঢাকায় আছি যাওয়ার সময় নিয়ে যাব। পুকুরে মাছ ধরব।
শুভ কামনা রইলো আপুনি।
শামীম চৌধুরী
সাতছড়ি বনে ও লাউয়াছড়া বনে ঘুরে আমার পায়ে সহস্র জোঁকের কামড়ের দাগ এখনও বিদ্যমান।
বুদ্ধিজীবী লাঠিয়াল
হাসলাম খুব আপনার কাহিনী পড়ে। খুব সুন্দর ভাবে বর্ননা করলেন। আপনি যে খুব আদুরে তা কিন্তু বুঝা যায় লেখায়।
শিরোনাম গল্পটা রাজকন্যা হবে? গল্পটা রাজকন্যার হবে না? আর আমার মেয়ে জোঁর মেরে ফেলছে বরং গর্ব করো মেয়েটা তোমারও… জোঁর > জোঁক।
আম্মু সব রাজকন্যারা হিংস্য হয় না কিছু … হিংস > হিংস্র।