মধ্যবিত্ত

ফারজানা তৈয়ূব ২৬ সেপ্টেম্বর ২০২২, সোমবার, ১১:২৫:৩২অপরাহ্ন কবিতা ৯ মন্তব্য

মধ্যবিত্ত

 

শিকলে বাঁধা মধ্যবিত্তের জীবন,

হাজার হাজার নেইয়ের ভীড়ে আছে  একটুকরো সম্মান।

মানুষগুলো সবাই কেমন যেনো মেকি

দেয়না কভুও কারে এক ফোঁটাও ফাঁকি।

হাজার টানাটানি আর যাতনার ভীড়ে

সন্ধ্যা হলেই ফিরে আসে নিজের কুঁড়ে ঘরে।

টাকা-পয়সা সীমিত সুখ এখানে রংচটা

সন্ধ্যাবেলায় লাল চায়ের সাথে বিস্কুট দেখতে তক্তা।

তবুও সবাই আছি সুখে পাই যে সকলের দেখা।

জীবন মধ্যবিত্তের খানিকটা কঠিন, কখনো প্রায় অচল

তবুও আমরা মানিয়ে নিয়ে  সবটাতেই সচল।

কখনো ক্লান্তি জরা এসে খানিকটা কাবু করে দেয়

দখিনা বাতাসের সুখের ছোঁয়াস আলিঙ্গন করে নেয়।

চাল,ডাল,তেল,নুনের যেথায় নিত্য হাহাকার

বুভুক্ষু হৃদয়ে কঠিন শপথ দৃঢ় প্রতিজ্ঞা পরাজয় রুখবার।

সমাজটাকে আজ হাতিয়ার করে দাড়িয়েছি কাঠগড়ায়

মধ্যবিত্তেরই কেবল শক্তি আছে ঘুরে দাড়াবার।

0 Shares

৯টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ