উল্টোরথ

ফারজানা তৈয়ূব ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার, ০৭:৪৬:০৪অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

উল্টোরথ

পুরোটা দেশে ছেয়ে গেছে আজব মানুষের কারবারে,

বিচার করবে কে রে ভাই যাবো কোন দরবারে?

মানুষগুলো সব উল্টো চলে পশুর মতো চালচলন,

নিজের দোষ ঢেকে রেখে অন্যের খুঁত খুঁজতে তার বিচরণ।

নিয়মগুলো আজ বড্ড গোলমেলে চিন্তায় ঘুরে মাথা,

মরিচীকা চোখের সামনে লাগে চোখে ধাঁধা।

ছোটোবেলায় আদর্শলিপির পাতায় যা শিখেছি সব কি তবে ভুল?

সমস্যার সমাধানে টেনে বের করতে হবে মূল।

অনিয়মটায় আজ নিয়মে দাড়িয়েছে বলতে গেলে চোখ রাঙায়,

নিজের ছায়ায় আজ নিজের চোখে চোখ রেখে মুখ ভেঙচায়।

ছোটরা আজ বুড়োর টুটি চেপে কথা বলে তারস্বরে,

এই দৃশ্য চোখে দেখেও প্রতিবাদের বদলে সকলে অন্য রাস্তা ধরে।

আগে যা জানতাম আদর্শ বলে এখন দেখি সেগুলো হাস্যকর,

বেশি বুঝাতে গেলে সকলে তারস্বরে চেচিয়ে  বলে ধর বেটার ঘাড়ে ধর।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ