
সুমধুর মধুরতম প্রতিশ্রুতির ঘন নিঃশ্বাস কেড়ে নেয়
হাজারো হৃদয়, গতানুগতিক রং-ঢংয়ের স্বভাবে,
বিলাপের এলোমেলো ছিন্নবস্ত্র পড়ে থাকে পথের প্রান্তে,
চাঁদমুখ পীড়াপীড়ির অতিমানবীতার আড়ালে;
বসন্ত সে আমার চাই-ই।
বসন্ত বারে বারে ফিরে আসে স্ব-মহিমায়
প্রীতিময় প্রেমে প্রেমে প্রেম মেলে,
বসন্ত তুমি কী চাও? প্রতি বসন্তের মত এবারেও?
কীসের এই অতি সাময়িক আকুলতা?
ফিকফিকে হাসি-দাঁত লুকিয়ে স্পিকটি নট হয়ে?
“আমি তো এমনি এমনি খাই”;
হায় ঈশ্বর!!এবারে আবার-ও ঘোর চৈত্রের চৌচির হৃদয়
ক্ষণিকের এই হতচ্ছাড়া চাঁদ-মুখী-বসন্তে,
না-এলে হয়-না এবারে!
নিজ গুণে মূঢ় থাকতে রাজি, পোঁ ধরে হলে-ও;
১১টি মন্তব্য
মোঃ মজিবর রহমান
কুহেলিকার বসন্ত!
হায়! কবির কি আকুতি!
প্রাণ বুঝি ধরা খায় খায় অবস্থা
চান বুঝি ভালবাসা এই কি মনের ইচ্ছা!
চান বা নাই চান আল্লাহর সময়ে আপনির এই অবস্থা
কুহেলিকা ডাকিবে আপনি জাগিবেন জায়গার করেন ব্যবস্থা।
শীত গেলো আপনি জাগিলেন স্বমহিমায় প্রকৃতির গুঞ্জনে উচাটনে।
তৌহিদ
সব সৌন্দর্যে সবসময় মোহিত হতে নেই। থাকুকনা কিছু আড়ালেই। মনের শান্তিটাই আসল বিষয়।
শুভকামনা ভাই।
বোরহানুল ইসলাম লিটন
খুব ভালো লেগেছে হৃদয়ের আবেশিত আকুতি।
অনিন্দ্য শব্দ চয়ণে বেশ হৃদয়গ্রাহী নিবেদন।
আন্তরিক শুভেচ্ছা জানবেন সতত।
জিসান শা ইকরাম
বসন্তের সাথে কথোপকথন অন্যরকম লাগলো।
চাই বা না চাই, বসন্ত আসবেই,
প্রেমময় হয়ে আসুক।
শুভ কামনা।
পপি তালুকদার
আকুলো প্রানে চাহিছে তারে
আসুক সে ফিরে বারে বারে।।
অনেক সুন্দর, ভালো লাগলো কবিতা টি।
সুপর্ণা ফাল্গুনী
শীত আসি আসি করে চলে যাবার সময় হয়েছে, বসন্ত উঁকি দিচ্ছে । এরপর ই সেই গা জ্বালানো গরম। এই নিয়েই প্রকৃতি আর আমাদের কেও এসবের সাথেই বাঁচতে হয়। অন্যরকম ভাবাবেগের লেখা পড়লাম। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা। শুভ সকাল ভাইয়া
আলমগীর সরকার লিটন
বেশ অনুপ্রাণিত কবি দা অনেক শুভেচ্ছা রইল
রোকসানা খন্দকার রুকু
হায় ঈশ্বর!!এবারে আবার-ও ঘোর চৈত্রের চৌচির হৃদয়
ক্ষণিকের এই হতচ্ছাড়া চাঁদ-মুখী-বসন্তে,
না-এলে হয়-না এবারে!***অসাধারণ।
আরজু মুক্তা
বসন্ত দুই মাসে দুই ভাবে আসে। একবার পত্র পুষ্পে কোকিলের ডাকে। আর একবার মাঠ ঘাট চৌচির করে। ধূলোবালিতে ভরিয়ে। এ সময় না হয় এমপি থ্রিতে গান শুনবো, ” বসন্ত এসেছে। বসন্ত এসেছে। “
সঞ্জয় মালাকার
দাদা,বসন্তের সাথে কথোপকথন অন্যরকম লাগলো।
ধন্যবাদ শ্রদ্ধেয় দাদা, দাদা অনেক দিন পর আপনার লেখা পড়ে বেশ ভালো লাগলো, আপনার জন্য অনেক শুভ কামনা রইলো।
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
বসন্তের প্রেমময় প্রকাশ — বসন্ত বারে বারে ফিরে আসে স্ব-মহিমায়
প্রীতিময় প্রেমে প্রেমে প্রেম মেলে,