কুহেলিকার বসন্ত

ছাইরাছ হেলাল ৩ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০৩:৩৭:২৩অপরাহ্ন একান্ত অনুভূতি ১৩ মন্তব্য

 

সুমধুর মধুরতম প্রতিশ্রুতির ঘন নিঃশ্বাস কেড়ে নেয়
হাজারো হৃদয়, গতানুগতিক রং-ঢংয়ের স্বভাবে,
বিলাপের এলোমেলো ছিন্নবস্ত্র পড়ে থাকে পথের প্রান্তে,
চাঁদমুখ পীড়াপীড়ির অতিমানবীতার আড়ালে;
বসন্ত সে আমার চাই-ই।

বসন্ত বারে বারে ফিরে আসে স্ব-মহিমায়
প্রীতিময় প্রেমে প্রেমে প্রেম মেলে,
বসন্ত তুমি কী চাও? প্রতি বসন্তের মত এবারেও?
কীসের এই অতি সাময়িক আকুলতা?
ফিকফিকে হাসি-দাঁত লুকিয়ে স্পিকটি নট হয়ে?
“আমি তো এমনি এমনি খাই”;

হায় ঈশ্বর!!এবারে আবার-ও ঘোর চৈত্রের চৌচির হৃদয়
ক্ষণিকের এই হতচ্ছাড়া চাঁদ-মুখী-বসন্তে,
না-এলে হয়-না এবারে!

নিজ গুণে মূঢ় থাকতে রাজি, পোঁ ধরে হলে-ও;

0 Shares

১৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ