ওরে আয় আয় আয়রে সবে
আবার একদিন ফিরি,
ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।
আধ-পৌঢ়া এই বয়সের ক্লান্তি ভুলে,
আবার একবার ঝাঁপিয়ে পড়ি-
প্রেমত্ত উত্তাল তুলশী গঙ্গার জলে।

ওরে আয় আয় আয়রে সবে
আবার একবার দলছুট হয়ে,
দূর্বা ঘাসের ডগায় বসা লাল ফড়িং ধরতে-
সংগোপনে সন্তর্পনে যাই এগিয়ে।
নদীর ধারে বিশাল বটবৃক্ষের ছায়ায় বসে
জলের শীতল পরশে প্রাণ জুড়াই।
ওরে আয় আয় আয়রে সবে
আবার একবার ফিরি,
ফেলে আসা তুলশী গঙ্গার তীরে।

0 Shares

২৩টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

ফেইসবুকে সোনেলা ব্লগ