পিয়ং ইয়ং এর একমাত্রে পাঁচ তারকা হোটেল , হোটেল কোরীয়

আমি যখন তাঁদেরকে বললাম ডট কম , বুঝতে পারছিল না তাঁরা
কাগজে লিখে দিতে বলায় লিখলাম আমার মেইল ........@yahoo.com
হাসতে হাসতে গড়াগড়ি সবাই ' এটাতো ডট চম , তুমি ডট কম বলছো কেনো ? '
কিছুটা থতমত আমি সম্মিলিত হাসির সামনে ' তাহলে কম বানান কি ? '
একজনে হাসি মুখে আটকে রেখে লিখে বুঝাচ্ছে আমাকে ' Com হচ্ছে চম আর kom হচ্ছে কম '
এবার আমার হাসির পালা , হা হা হা করে অট্টহাসি । কিসের মেইল আর কিসের কি ? চম চম , আর কম কম এর কথা মনে করতে করতে রুমে ফিরে এলাম ----

উত্তর কোরিয়া - কোন কম্যুনিস্ট দেশে এটি আমার প্রথম ভ্রমন । ঢাকা - কুয়ালালামপুর - বেজিং প্লেন এবং বেজিং থেকে ট্রেনে পিয়ং ইয়ং । দীর্ঘ ভ্রমনের পরে পিয়ং ইয়ং  এর একমাত্র পাঁচ তারকা হোটেলের লবিতে লাগেজ রেখে ছুটলাম , হোটেলের ইন্টারনেট কক্ষে । চীন সীমান্ত থেকে কোরিয়ার মাটিতে আসার সাথে সাথেই , বিদেশীদের মোবাইল প্যাকেটে সিলগালা করে দেয়া হয়েছে । আগেই ধারনা ছিল এমন করা হবে। প্রায় দশ ঘন্টা বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন ।
ভিন্ন দেশে এসে গন্তব্যে পৌঁছেই বাসায় ফোন করে জানাই । ওখানে ফোন করাটা ঝামেলার , তাই মেইল করে জানানোর জন্য ইন্টারনেট কক্ষে গিয়ে এই অবস্থার মুখোমুখি হলাম । হাসতে হাসতে রুমে ফিরে এলাম । কিছুক্ষন পরেই গাইড হাজির রুমে । আমি মেইল করতে গিয়ে কেন আর করলাম না , জিজ্ঞেস করলো । এরপর বুঝিয়ে বললো যে কোরিয়ায় এভাবেই উচ্চারন করা হয় । কোরিয়া হচ্ছে Korea , এটা চোরিয়া Corea নয় ।
হাসতে হাসতে মেনে নিলাম । ফ্রেস হয়ে আবার গেলাম মেইল করতে , আমাকে দেখেই হাসি সবার মুখে । মিঃ চম এসেছে
নামটা আমার কাছে ভালোই লাগলো , কেমন কোরীয় কোরীয় নাম

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ