
কোন একটা পত্রিকায় ব্লগ সম্পর্কে পড়েছিলাম, সে এক যুগেরও বেশী সময় আগে। তখন ফেজবুক নিয়া একটু নাড়াচাড়া করি ভাবলাম ব্লগটা কি জিনিস সেটা একটু দেখি। পত্রিকার লিঙ্ক নিয়ে ওখানে ঢুকে একাউন্ট খুলে নিয়েছিলাম। আমার জীবনের প্রথম সেই ব্লগের নাম ছিল “প্যাঁচালী ব্লগ”। ঐ সময়টায় কবিতা লিখতে খুব চেষ্টা করতাম। তাছাড়া প্রতিদিনের পত্রিকা পড়ে ওখান থেকে বিশেষ কোন খবর থাকলে সেই খবরের সাথে নিজের মতামত জুড়ে একটা পোষ্ট দিয়ে ফেলতাম। যিনি সর্বোচ্চ সংখ্যক ব্লগ লিখেছেন তার নামটা যিনি কম সংখ্যক পোষ্ট দাতার উপরের দিকে থাকতো। তাই নিজের নাম উপরের দিকে রাখার জন্য সর্বদা পোষ্ট দেওয়ার জন্য ব্যস্ত থাকতাম। তবে প্রথম পৃষ্ঠায় একাধিক পোষ্ট দেওয়া নিষেধ থাকায় অবশ্যই সংযত থাকতে হতো। মনে পড়ে ময়মনসিংহের বিপুল ভাই আর আমার মাঝে এক দুই নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলতো। আসলে জীবনের প্রথম ব্লগে এসে পুরোপুরি নেশাগ্রস্থ হয়ে পড়েছিলাম।
কিছু ব্লগার ওখানে ছিলো যারা প্যাঁচালী ব্লগে এসে সামহোয়্যারইন ব্লগ বা সামু ব্লগের নাম বলতো, কিন্তু প্যাচালীর পরিবেশটা আমাকে এতোটাই মুগ্ধ করে রেখেছিলো যে অন্য কোনও ব্লগে যাওয়ার কথা মাথায়ই আসতো না। কিন্তু এক বছর যেতে না যেতেই বিনা নোটিশে প্যাঁচালী ব্লগ বন্ধ হয়ে গেলো। ব্লগের নেশায় আসক্ত আমি পাগল হয়ে সামুতে আইডি খুললাম কিন্তু ওটার ওয়াচ লেবেল অতিক্রম করতে না পেরে পরে অন্য নামে একটা আইডি খুলে দুই দিনেই ওখানে নিরাপদ ব্লগারের খেতাব পেয়ে গেলাম। কিন্তু সামুতে তেমন একটা প্রাণের ছোয়া পেলাম না। সবাই বাঘা বাঘা ব্লগার আমিই যেন নস্যি। পরবর্তিতে প্রথম আলো পত্রিকা ব্লগে খুলে সামু থেকে আমাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে এলো। প্রথম আলোতে প্রাণ খুলে ব্লগিং করলাম কয়েক বছর। তারপর ওনারাও ঘোষণা দিলো আমাদের লেখা সব সরিয়ে নেওয়ার জন্য এবং একটা আলটিমাটাম দিয়ে দিলো কখন ব্লগ বন্ধ হবে। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সাহেবের সাথে পরোক্ষ দেন দরবার করেও কোন লাভ হয়নি।
পরে আমরা কয়েকজন মিলে একটা ব্লগ খুলেছিলাম ঘুড়ি নামে। অর্থনৈতিক কারণে ঘুড়িও বেশী সময় আকাশে উড়তে পারেনি, ৬/৭ মাসের মধ্যেই ঘুড়ি মাটিতে নেমে আসে। পরে শব্দনীড়, জলছবি বাতায়ন ইত্যাদি নামের ব্লগেও কিছুদিন কসরত করে সামুতে থিতু হওয়ার চেষ্টা করেছিলাম। এক সময় সামু ব্লগ সরকার বন্ধ করে দেয় পর্ণ সাইট ঘোষণা দিয়ে (পরে অবশ্য এই মিথ্যে ঘোষণা উঠিয়ে নেওয়া হয়)। তারপর আমি আবারও আমার ব্লগার সত্ত্বা বজায় রাখতে ব্লগের সন্ধান করতে থাকি। এক সময় পেয়ে যাই সোনেলার সন্ধান। অবশ্য মনির হোসেন মমি ভাই আরো অনেক আগেই আমাকে এই ব্লগের ঠিকানা দিয়েছিলেন, কিন্তু অজানা কোন কারণে এখানে আর আসা হয়নি।
সোনেলার জন্মমাসে আসলে ব্লগার হিসাবে আমার জন্মের কাহিনীটাই বলে ফেললাম। ক্ষুধা পেলে আমরা যেমন খাবার খাই বা পিপাসায় তৃপ্তি নিয়ে পানি পান করি ব্লগিং জীবনটাও আমি মনে করি তেমনি। যে ব্লগে প্রাণের ছোয়া নেই সেখানে ব্লগিং করে মনের ক্ষুৎ পিপাসা নিবারণ হয়না। আমার জীবনে প্যাঁচালী ব্লগের পরে প্রথম আলো আর বর্তমানে সোনেলা ব্লগে প্রাণ আছে। এখানে প্রত্যেকেই প্রত্যেকের জন্য অন্যরকম টান অনুভব করি। কেউ কাউকে না দেখেও যেন আত্মার আত্মীয়। অতীতে এমন প্রাণের ব্লগগুলো হারিয়ে গেছে বলে ব্লগকে বেশী ভালোবাসতে ভয় হয়, ভালোবাসা হারাবার ভয়।
হাজার বছর বেঁচে থাকুক প্রাণের সোনেলা এই কামনায় শুভ জন্মদিন।
৩৫টি মন্তব্য
সুপায়ন বড়ুয়া
সোনেলার জন্ম মাসে কামাল ভাইয়ের
প্যাঁচালী থেকে সোনেলার ব্লগ যাত্রায়
অভিনন্দন জানাই।
আপনার জয়যাত্রা অব্যাহত থাকুক
সোনেলার সাথেই।
শুভ কামনা।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, কোন একটা ব্লগে মাঝে মাঝে লিখার সুযোগ না পেলে হয়তো দম বন্ধ হয়ে মারাই যাবো। তাই বেচে থাকার অক্সিজেন পেতেই তো সোনেলার সাথে পথ চলা।
তৌহিদ
আপনার লেখা পড়ে আপ্লুত হলাম ভাই। অন্যান্য বাংলা ব্লগের চেয়ে আমরা সোনেলাতে অবশ্যই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমাদের পপদচারণায় সোনেলা এগিয়ে চলুক আপন গতিতে এটাই চাওয়া।
শুভকামনা রইলো ভাই।
কামাল উদ্দিন
ব্লগ লিখা যায় অনেক যায়গায়ই কিন্তু প্রাণের ছোয়া যখানে অনুপস্থিত সেথায় আর মজা কই?
ভালো থাকবেন তৌহিদ ভাই।
সুপর্ণা ফাল্গুনী
বাহ্ নিজের অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করে আমাদের মনটাকে ভরিয়ে দিলেন ভাইয়া। অনেক অনেক ব্লগের নাম জানলাম। সোনেলার জয় হোক, হাজার বছর ধরে বেঁচে থাকুক। আপনি ও ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা অবিরাম
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, আপ নাদের মতো প্রানখোলা ব্লগারগণ এখানে আছেন বলেই ভালোলাগে এখানে ছাইপাশ লিখে যেতে। শুভ রাত্রি।
মোঃ মজিবর রহমান
আপনিও তাইলে জলছবি বাতায়নের একাট্টা। আমিও ছিলাম সেথায়, ভালই ছিলাম।। খারাপ লাগত না। কিন্তু সেটা অন্যভাবে চলে গেল। শুধুই সাহিত্য তাও পাকা সাহিত্য।
সুন্দর ব্লগিং লাইফ তুলে ধরলেন কামাল ভাই।
শুভ ব্লগিং।
কামাল উদ্দিন
ধন্যবাদ মজিবর ভাই, জলছবির নাসির উদ্দিন কাবুল ভাই অত্যন্ত মেধাবী একজন লোক। কিন্তু এক সময় উনিও হয়তো চিন্তা ভাবনায় দিক বদল করে ফেলেছেন বলে ওখানে আমার মতো অনেকেই আগ্রহ হারিয়ে ফেলেছেন।
রোকসানা খন্দকার রুকু
সুন্দর ব্লগিং লাইফ আপনার একেবার অভিজ্ঞ।
ভালো লাগলো। শুভকামনা রইলো সোনেলা ব্লগ ও আপনার জন্য।
কামাল উদ্দিন
হুমম, ছাইপাশ লিখাকে যদি অভিজ্ঞতা বলেন তাহলে সেটা এক যুগের ও বেশী সময়েরই আছে আমার। শুভ কামনা জানবেন আপু।
প্রদীপ চক্রবর্তী
বেশ ভালো ধারণা উপস্থাপন করলেন দাদা।
ভালো লাগার মতো।
সোনেলা সকলে বাঁচতে শেখায় যারা অতলে ডুবে বসে তাদেরকেও বাঁচিয়ে তুলে।
শুভ ব্লগিং।
শুভকামনা, দাদা।
কামাল উদ্দিন
ধন্যবাদ দাদা, ব্লগার হিসাবে নিজের পরিচয়ে আমি গর্ববোধ করি। আর সোনেলার মতো এমন ভালো কিছু ব্লগ আছে বলেই সেটা সম্ভব হচ্ছে। ভালো থাকবেন সব সময়।
আরজু মুক্তা
সোনেলার সোনালি রোদে সবাই অবগাহিত হোক।
শুভকামনা। পথচলা সুন্দর হোক সোনেলার
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, এমন কামনা আমাদের সকলের।
ফয়জুল মহী
অনেক শুভ কামনা রইলো।
কামাল উদ্দিন
আপনার জন্য ও শুভ কামনা সব সময়।
শামীম চৌধুরী
কামাল ভাই,
সোনেলার জল্ম মাসে আপনার লেখা খুব মনোযোগ সহকারে কয়েকবার পড়লাম। এক কথায় প্রায় মুখস্থ করার মতন। আপনার উপস্থাপনায় আপ্লুত হলাম। তার সঙ্গে কষ্টও পেলাম এই কারনে যে একজন লেখক কি পরিমান পরিশ্রম করে একটা গল্প বা কবিতা দাঁড় করান তা আমরা হাড়ে-হাড়ে টের পাই। আর ব্লগ সঞ্চালকদের কোন ত্রুটির জন্য বিনা নোটিশে সেটা বন্ধ হয়ে যায় তবে সেই ব্লগার তার অর্জিত সব সম্পদ নষ্ট হয়ে যায়।
আপনি এত এত ব্লগে বিচরন করেছেন। আমার চেয়ে আপনার অভিজ্ঞতা ও জ্ঞান অনেক উপরে।
আমিও ভয় পেয়ে গেলাম এই ভেবে যে, যদি ব্লগ হারিয়ে যায় তবে সবই খোয়া যাবে।
তবে আপনাকে কথা দিচ্ছি সোনেলা ব্লগ বিশেষ করে অর্থাভাবে বন্ধ হবে না। যতদিন আমরা বেঁচে আছি। উপায় একটা বের হবেই সোনেলার নক্ষত্রদের নীল আকাশে ভেসে থাকার।
শুভ কামনা রইলো।
কামাল উদ্দিন
সোনেলা হারিয়ে যাবেনা এটা শুনে ভালো লাগলো, এখন শুধুই আমাদের এগিয়ে যাওয়ার পালা। আপনার এমন মন্তব্যে অনুপ্রাণিত হলাম বড় ভাই।
আলমগীর সরকার লিটন
প্যাচালী ব্লগ আমি ছিলাম কামাল দা অনেক শুভেচ্ছা রইল
কামাল উদ্দিন
তাহলে পুরোনো পাপী আরো একজন পেলাম। শুভেচ্ছা জানবেন লিটন ভাই।
ছাইরাছ হেলাল
বহু বহু ঘাটের জল-পানি খাওয়া আপনাকে আমাদের মাঝে পাচ্ছি এটি তো অনেক পাওয়া।
কিছু ছবি দ্যাহাইলেও পারতেন, অজুহাত ব্যস্ততায় আর কত অনুপস্থিত থাকবেন!!
কামাল উদ্দিন
হুমম, জল খেয়েছি আবার গোলাও করেছি। এভাবেই চলছে আমার ব্লগিং জীবন, শুভ কামনা জানবেন বড় ভাই।।
সাবিনা ইয়াসমিন
**বেশি ভালোবাসতে হয় ভালোবাসা হারানোর ভয়ে**
অত্যন্ত দামী একটা কথা বলেছেন কামাল ভাই। ভালোবাসা হারানোর ভয়ে ভালোবাসার বস্তুকে বেশি ভালোবেসে কাছাকাছি, চোখেচোখে রাখাই সত্যিকারের ভালোবাসা। আমরা চাই আপনি বেশি বেশি ভয়ে থাকুন আর অনেক বেশি পোস্ট দিন। তাহলে আপনাকে হারানোর ভয় আমাদের মাঝে থাকবে না 🙂
ভালো থাকুন, সোনেলাতেই থাকুন।
শুভ কামনা অনেক অনেক 🌹🌹
কামাল উদ্দিন
ধন্যবাদ আপু, কোন এক সময় আমার ব্যস্ততা কেটে যাবে আশা করছি। তখন হয়তো চুটিয়ে ব্লগিং করার সুযোগ পেয়ে যাবো…….আপনার জন্য শুভ কামনা সব সময়।
জিসান শা ইকরাম
মনমতো লেখার একটি জায়গা পাবার জন্য খোঁজা খুঁজি তো অনেক করেছেন দেখলাম 🙂
শেষদিকে এসে সোনেলায় নোঙর করলেন।
আপনার কথা মনির ভাই বলেছেন আমাকে অনেক। বেশ আগ্রহ ছিলো আপনার পোষ্ট পড়ার জন্য।
অবশেষে সোনেলায় আপনাকে পেয়ে অনেক খুশী হয়েছিলাম।
আপনার মত গুণী ব্লগার পেয়ে সোনেলা অবশ্যই গর্বিত। ভ্রমন পোষ্ট দিয়ে আপনি সোনেলায় নিজের একটি শক্ত অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছেন। ভ্রমন পোষ্টে আপনার মত আর কেউ নেই সোনেলায়। আপনিই সেরা।
থাকুন আমাদের সাথে হৃদয়ের একজন হয়ে।
শুভ কামনা, শুভ ব্লগিং।
কামাল উদ্দিন
আমাকে গুণী ব্লগার বলে লজ্জায় না ফেললেই আমি খুশি হই ইকরাম ভাই। তবে ব্লগিং করার নেশাটা আমার রক্তে মিশে গিয়েছে, তাইতো সময় পেলেই ছুটে আসি ব্লগগুলোর কাছে……..শুভ ব্লগিং।
ইঞ্জা
আপনাকে একটা কথা বলি, অন্যান্য ব্লগ গুলোতে বিদ্বেষের ছড়াছড়ি ছিলো, ছিলো কুরুচিপূর্ণ পোস্ট, ছিলো ধর্মীয় বিদ্বেষ, ছিলো রাজনৈতিক বিদ্বেষ, এইসব কারণেই সেগুলো বন্ধ হওয়ার প্রধান কারণ ছিলো যা সোনেলায় কোনোভাবেই আনতে দিই না আমরা, একি কারণে সোনেলা আজ নবম বর্ষে পদার্পণ করেছে কোনো ঝামেলা ছাড়া।
আপনি লিখে যান মনের মাধুরি মিশিয়ে।
শুভকামনা ভাই।
কামাল উদ্দিন
সবগুলো ব্লগেই বিদ্বেষের ছড়াছড়ি বা কুরুচিপূর্ণ পোস্ট, ধর্মীয় বিদ্বেষ বা রাজনৈতিক বিদ্বেষের কারণেই বন্ধ হয়ে যায়নি। পরিপার্শিক অন্যান্য বেশ কিছু কারণও বিদ্যমান ছিলো। তার মধ্যে বড় একটা কারণ আমি দেখেছি অর্থনৈতিক কারণ। আশা করছি সোনেলায় এমনটা ঘটবে না……….শুভ ব্লগিং।
ইঞ্জা
ইনশা আল্লাহ
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
সহমত পোষণ করি — হাজার বছর বেঁচে থাকুক প্রাণের সোনেলা এই কামনায় শুভ জন্মদিন।
কামাল উদ্দিন
আপনার মতো আমাদের সবারই প্রত্যাশা সোনেলা বেঁচে থাকুক যুগ যুগ ধরে……..ভালো থাকবেন বড় ভাই।
সুরাইয়া পারভীন
এতো গুলো ব্লগের সাথে পথ চলা ছিলো আপনার!
বাহ্ দারুণ লাগলো আপনার ব্লগিং নিয়ে জীবনের গপ্পো শুনে।
আমার বাপু একটাই প্রাণের ব্লগ সেটা হলো সোনেলা। সোনেলা ভালোবেসে সোনেলার সাথেই থাকবো
যতোদিন বাঁচবো
কামাল উদ্দিন
হুমম, ব্লগার হিসাবে পথ চলায় তো যুগ পারি দিয়ে ফেলেছি। পথে অনেকের সাথে দেখা সাক্ষাৎ হতেই পারে। সামুতে আমার ১১ বছর ১০ মাস বর্তমান। ভালো থাকবেন আপু।
মনির হোসেন মমি
আমার কিছু প্রিয় মুখ আছে যাদের এই সোনেলায় আনতে চেষ্টা করি আপনি তাদের মধ্যে অন্যতম।কীভাবে এলেন সেটা মুখ্য নয় মুখ্য হলো আপনি আপনার যোগ্যতায় সোনেলার একজন প্রিয় মুখ হয়ে উঠেছেন।আপনার ভ্রমণ কাহিনী সোনেলাকে সম্মৃদ্ধ করেছে-বাড়িয়েছে পাঠক সংখ্যা। সোনেলার জন্ম মাসের শুভেচ্ছা সহ চলার পথে ছোটখাট ভুলত্রুটিকে ডিঙিয়ে এগিয়ে যাবো আমরা সোনেলায় সোনালী স্বপ্নের সোপান হয়ে।
ভাল থাকবেন। সুস্থ থাকবেন।
কামাল উদ্দিন
ধন্যবাদ মমি ভাই, আসলে ভালো লেখা আমাকে দিয়েব কোন দিনও হয়নি। তাইতো ছবি দিয়েই ব্লগিং করার চেষ্টা করে যাচ্ছি অনবরত।