
রাস্তায় যেতে যেতে একটা মেয়ে দেখলাম,
অনেক কষ্টে ঠিকানা সংগ্রহ করে,
রাত আনুমানিক দেড়টার সময়,
পাশের বাড়ির বার তলা ছাদ থেকে-
একটা বড় গোলাপ চুরি করে,
দেয়াল টপকানোর সময় লুঙ্গী গেল ছিঁড়ে,
পায়েও পেলাম ব্যাথা,হাত গেল কেটে,
দশ মাইল হেটে ক্লান্ত হয়ে-
মেয়েটির বাড়ি গেলাম,দেখি চীনের প্রাচীর,
তা টপকাতে গিয়ে হাত ভাঙ্গে,
পোলাপটাকে কোন রকমে কামড়ে ধরে,
ওই পারে গেলাম,বাথরুমের পাইপ বেয়ে-
চারতলায় উঠলাম,জানালা দিয়ে তার-
রুমে ঢুকলাম,ফুলটা মুখথেকে নিয়ে,
মেয়েটির হাতে দিলাম,আর বললাম-
আমি তোমায় প্রথম দেখায়-
অনেক ভালবেসে ফেলেছি,
এটা তোমার জন্য।
তার উত্তরে মেয়েটি সুন্দর করে বলল-
কষ্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আই এম ম্যারিড।
১১টি মন্তব্য
বোরহানুল ইসলাম লিটন
খুব সুন্দর কৌশলে অল্পতে সুন্দর চিত্র ফুটে তুললেন প্রিয় কবি।
ভাঙ্গা হাত নিয়ে পাইপ বেয়ে চারতলায়, প্রেমের জন্য সব সহ্য করা যায়।
মুগ্ধতায় শুভেচ্ছা ও শুভ কামনা অন্তহীণ।
ফয়জুল মহী
ছোট বাচ্চার ছবি দিয়ে টগবগে প্রেমের কবিতা । তাও আবার চুরি কথা । কবিতা বাহ অসাধারণ
স্বপ্ন নীলা
অনেক সংগ্রাম করেছেন, আহা পাইপ বেয়ে উপরে উঠা কি সহজ কথা !! যাইহোক ভাল লাগা বলে কথা —-লিখুন আরো কবিতা—
সাখাওয়াত হোসেন
পায়ে ব্যথা নিয়ে দশ মা-ই-ল হেঁটে যাওয়া – এতো মহা প্রেমিক!
সুপর্ণা ফাল্গুনী
হায়রে ! প্রেমের জন্য কতকিছু করে রে পাগল প্রেমিক। শেষপর্যন্ত বিবাহিত নারীর কাছেই সব বিলীন হয়ে গেল?কঠিন প্রেম ! ভালো থাকুন সুস্থ থাকুন মহা পাগল প্রেমিক। শুভ রাত্রি
জাহাঙ্গীর আলম অপূর্ব
অসাধারণ লিখেছেন
পড়ে ভালো লাগল
শুভকামনা রইল
আরজু মুক্তা
হা হা। একেই বলে প্রেম। কঠিন প্রেম।
এরকম না হলে জমে। অনুগল্প ভালো লাগলো
মোঃ মজিবর রহমান
হায়রে ! ভালোবাসা তোমার এতো শক্তি, কিন্তু এখন দাওনি ধৈর্য য় অপরের জিনিসে হাত দেওয়া বারণ তা বুঝনি! দারুন শামীম ভাই। কবিতা না হয়ে অনুগল্প সিলেক্ট বুঝলাম না।
রোকসানা খন্দকার রুকু
ধরে মারেনি তাও ভালো॥ প্রেম বলে কথা।
শুভ কামনা রইলো।
আলমগীর সরকার লিটন
বেশ রোমান্টিক কবি দা
মোহাম্মদ মনজুরুল আলম চৌধুরী
আহা প্রেমময় বেদনা — কষ্ট করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
আই এম ম্যারিড।