দূরের বন্ধু

শামীনুল হক হীরা ৪ জানুয়ারি ২০২৩, বুধবার, ০৭:৪১:২১অপরাহ্ন সঙ্গীত ১ মন্তব্য

প্রেম অনলে পুইরা অন্তর ছাই করিয়া রইলা কই,
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
ও বন্ধু ভাবলাতো তুমি বিনা কেমন কইরা রই।

 

এই বুকেতে তোমারি স্থান বলতে আদর করে,
সেই তুমি আজ বুক ফাটাইয়া দূরে গেলে সরে।
বুঝলানাতো তুমি আমার জীবন নামের প্রাণসই--
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।

 

কষ্টের মাঝেও বুকে টানতে পাগলেরই মত,
উজার করে করতে আদর আকাশে নীল যত।
মিথ্যা নামের নাটক দিয়া সত্যের উপর দিলা মই--
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।।

 

প্রেম অনলে পুইরা অন্তর ছাই করিয়া রইলা কই,
ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।
ও বন্ধু ভাবলানাতো তুমি বিনা কেমন কইরা রই।

0 Shares

একটি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ