
একদিন সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর অসুখ সেরে যাবে।সবুজ সমারোহে ভরে উঠবে প্রকৃতি। বিষাদিত বসন্ত বিষন্নতার সুর ছেড়ে আবার মেতে উঠবে কোকিলের মিষ্টি মধুর কহুতানে। হঠাৎ বুড়িয়ে যাওয়া বসন্ত আবার ফুলে ফুলে সেজে সেজে হয়ে উঠবে পূর্ণ যৌবনা। বৈশাখের আগমনে আম্রকাননে আবার শুরু হবে ভোমরের গুঞ্জরণ। পাকা ফলের মিষ্টি ঘ্রাণে আবার মৌ মৌ করবে মধুমাস।
ডাকপিয়নের পাতায় বুনো-ঋদ্ধি সিরিজে লেখা হবে না আর কোনো বিরহের চিঠি। বিরহী বুনো বিরহ ছেড়ে হয়ে উঠবে প্রিয়সী, লিখবে প্রেমের চিঠি। বুনোর অজস্র রোমাঞ্চকর শব্দে লেখা চিঠি পড়ে রোমাঞ্চিত হবে ঋদ্ধি। নতুন করে শুরু হবে বুনো ঋদ্ধির পথ চলা। অন্তহীন এ পথ চলায় ক্লান্তি আসবে না কোনোদিন।
শশীর আলোয় আলোকিত হবে আধাঁরে ঢেকে যাওয়া আকাশ। শশী পিয়াসী আকাশ ফিরে পাবে তার প্রাণের প্রিয় শশীকে। শশী ফিরে পাবে আর আকাশকে। ম্রিয়মাণ আকাশ হয়ে উঠবে প্রাণবন্ত। শুধু অন্ধকারে চাপা পড়ে রবে, অন্ধকারে জন্ম নেওয়া তমসাকন্যার করুণ আর্তনাদ। ক্ষণিক আলোর ছটায় তমসার চোখ ধাঁধিয়ে দেয় বটে তবে তা আলোকিত করে না তমসার জীবন। তমসার জীবনে যে আলো আসতে নেই।
২৬টি মন্তব্য
সাবিনা ইয়াসমিন
পৃথিবী মুক্ত হোক সব অসুখ থেকে। ভালো থাকুক আকাশ তার শশীকলায়। অথবা শশী আরও আলোকিত হোক আকাশের উজ্জ্বলতা ধারণ করে।
ভালো লাগলো প্রথম কমেন্ট দিয়ে।
সব সময় ভালো থাকুন এটাই প্রত্যাশা করি।
শুভ কামনা রইলো 🌹🌹
সুরাইয়া পারভীন
প্রথম কমেন্টের জন্য এত্তো গুলা 😘😘😘
আকাশ ভালো থাকুক, শশীর আলোয় আলোকিত হোক এই তো চাই।
চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপু। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়
আরজু মুক্তা
প্রকৃতি প্রাণ ফিরে পাক। আমরাও মানবিক হই।
সুরাইয়া পারভীন
একদম সঠিক বলেছেন আপু
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপর্ণা ফাল্গুনী
সবার আগে দরকার আমাদের জীবনযাত্রা, মানসিক পরিবর্তন। তানা হলে বারবার এমন আঁধারে বন্দী হবো । খুব ভালো লাগলো। ভালো থাকুন শুভ কামনা রইলো
সুরাইয়া পারভীন
যথার্থ বলেছেন দিদি
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফজলে রাব্বী সোয়েব
অসাধারণ।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
তৌহিদ
এই বিষন্ন সময়ে পৃথিবী ফিরে পাক সতেজতা এটাই কাম্য। চমৎকার লিখেছেন আপু।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ফয়জুল মহী
সুশোভন ও শ্রুতিমধুর লেখা
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন।
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুপায়ন বড়ুয়া
“একদিন সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর অসুখ সেরে যাবে।সবুজ সমারোহে ভরে উঠবে প্রকৃতি। বিষাদিত বসন্ত বিষন্নতার সুর ছেড়ে আবার মেতে উঠবে কোকিলের মিষ্টি মধুর কহুতানে। “
ওয়াও !
সেদিনের প্রতীক্ষায় আজ ও বসে আছি
করোনা তোমায় বিদায় দিয়ে বাঁচি।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
একমাত্র আশায় বাঁচিয়ে রাখতে আমাদের।
বাঁচিয়ে রাখে আমাদের প্রাণ
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
প্রদীপ চক্রবর্তী
পৃথিবী তার আপন প্রকৃতিতে ফিরে আসুক।
অনবদ্য লেখনী দিদি।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন দাদা
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
ছাইরাছ হেলাল
সব অন্ধকারকে জয় করা যায় না। কিছু অন্ধত্ব নিয়েই আমাদের জীবন।
আর জীবন চলমান, কারো দুঃখ-কষ্টে কিছুই আসে-যায় না।
সুরাইয়া পারভীন
একদম সত্য কথা। কারো দুঃখ কষ্টে কারো কিছু যায় আসে না।
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
জিসান শা ইকরাম
আমরা এমন আলোকিত দিনের অপেক্ষায় আছি।
শুভ কামনা।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
সুরাইয়া নার্গিস
চমৎকার লিখছেন আপু।
শুভ কামনা রইল।
সুরাইয়া পারভীন
আন্তরিক ধন্যবাদ জানবেন
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
কামাল উদ্দিন
এমন হলে তো বলা যায় সেটা হবে স্বর্গীয় জীবন।
সুরাইয়া পারভীন
একদম তাই। বলাই যায়
আন্তরিক ধন্যবাদ জানবেন ভাইয়া
ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়
হালিম নজরুল
আবার জেগে উঠুক সুন্দর পৃথিবী
সুরাইয়া পারভীন
সেটাই একমাত্র প্রত্যাশা আমাদের
ধন্যবাদ অশেষ ভাইয়া
ভালো থাকুন সবসময়