অসামান্যের কাশফুল

ছাইরাছ হেলাল ২২ সেপ্টেম্বর ২০২১, বুধবার, ০৩:১৫:৪৪অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

 

নৈশব্দ থেকে জেগে উঠে, এক টুকরো জলজ মেঘ
ফোঁটায় ফোঁটায় নেমে আসে, ভিজবে ভেজাবে বলে
হৃদয়ের একুল ওকুল, নৈকট্যের নীরব আতিথ্যে;

নাই হয়ে যাওয়া সামান্যের চাওয়া পাওয়া
অর্কেস্টার সুর, এখন ও বেজে চলে, চলবে ও;
আলো হয়ে ফুটে থাকা সোনেলার জোনাকফুল
বিরহ বৃক্ষকে পাশে ঠেলে মাধ্যমিক চেহারায়
মুখোমুখি এই শুভ্রতার কাশ-বনে,
এ যেন দাঁড়িয়ে থাকার এক মহান তীর্থস্থান;

হু হু করা ব্যক্তিগত বিকেলে সোনেলার
আঙিনায় এই উন্মুক্ত বৃষ্টিপাত, সৌহার্দ্যের ছলে,
ফেলে আসা ব্যথাতুর আঙুল কী জানি কী কী
মনে পড়ে মনে করে কথা/লেখার বিপরীতে,
এ শুধুই একান্ত বিশ্বাসের সরল বাহ্যিক সহানুভূতি;

উৎসর্গ……...
সোনেলায়, সোনেলার দশ বছরে দাঁড়িয়ে আজ আরজু মুক্তাকে স্মরি।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ