অপ্সরীর ঘুমোপাখ্যান

নাজমুল হুদা ২৫ মে ২০১৯, শনিবার, ০৪:৩৭:৪৩অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

পর্ব-১

দম্পতিরা যেদিন তাঁদের প্রেমোপাখ্যান ভুলে যাবে
যখন কেউ কাউকে কাছে আসার গল্প শুনাবে না
আমরা সেদিন ভালোবাসাহীন মরুভূমিতে যাবো।

খুনসুটিতে ভরা ঘুমোপাখ্যান খুলে পড়বো
মন মাতানো চোখ ধাঁধানো আলোতে
শান্তি সমৃদ্ধি উরুতে মাথা রেখে-
স্ব স্ব মুখ নিঃসৃত বাক্যদানে ব্যাকরণে ডুবে যাবো।

হঠাৎ মেহেদী ছোঁয়া হাতে চোখ কচলে বলবে
-ওই ঘুমাবো!
প্রতিটি শব্দের বোতাম চেপে চেপে বলে দিবো
- না! দিবো না।
আহত পাখির মতো লাল চোখে কবিতা চুষে নিবে
নাকি স্বরে, ন্যাকামো ভঙ্গিতে দ্রুতগতির প্রশ্ন তুলবে
-ওই, ক্যান দিবা না?

পর্ব -২

আলোর গহ্বরে,কথোপকথনে চলবে জাগ্রত শানে নুযুল;
ঘুমালে, খোঁপা বাঁধা চুল এলোমেলো করবো
ঘুমালে, হেঁচকা টানে এলোচুলে টেনে তুলবো
ঘুমালে, বাহুডোরে এনে বুকের জমিনে চড়াবো

কাজল চোখে অভিমানের লেলিহান শিখা গ্রাস করলেও, সেদিন করবে না।
বলবে - এখন কিন্তু রাগ করবো?
হেয়ালিতে চোখের ভিতর তলিয়ে যেতে যেতে
ভাবনাহীন বলে উঠবো- কথা বলবো না আর!
চারদিক- প্রাসাদ ঘেঁষে নিরবতা ঘনিয়ে আসবে;
থমথমে দৃশ্য ঠিক মাথা বরাবর এসে দাঁড়াবে
আকস্মিক আঙ্গুলের তাপে নিরবতা ভাঙাবে?
আধো কন্ঠে বলবে- ইস! ঘুমাতেও কী  পারবো না?
চিরন্তন ভঙ্গিতে মনে হবে গ্রাম্য আলপথের দীর্ঘ ব্যবধান
স্বল্পদৈর্ঘ্য এক অভিমানী নিঃশ্বাসে জবাব দিবো
-জানি না....!

পর্ব-৩

আবারও প্রশ্ন তুলবে, -ইস! ঘুম পাচ্ছে আর যখন তুমি ঘুমাও?
আগুন চোখে আগুন রেখে বেখেয়ালে বলবো
-তো কী ? ঘুমাবোই !
৯০ডিগ্রি জ্যামিতিক ঠোঁটে, প্রচলিত মৃদুমাখা হাসিরেখা
বলবে- যাও, সেলফিস একটা !

ব্যাকুলতায় কাঙ্ক্ষিত আলো তোমার মাঝে হারাবে;
তখন পৃথিবীর সৌন্দর্য গিলে নিবো অপ্সরীর মঞ্চে
সেদিন সেলফিস শব্দের রসালো অনুবাদ করবো
ইতিহাসের গতি টেনে কানে কানে জানান দিবো
-হ্যাঁ! খুব খুব স্বার্থপর।

পর্ব-৪

কবুতরের ডানার মতো অভিমান ঝেড়ে সমঝোতায় ঘুমাতে যাবো;
জানালার পর্দা বেয়ে আসা এক চিলতে রোদে শুনবো
ঘুম মেলার সেই ঐতিহাসিক ঘুমোপখ্যান  রটে গেছে
বলছে- বিচ্ছেদ নয়,ভালোবাসায় ভরে উঠো পৃথিবী
ডালে ডালে বসা বসন্ত শিমুলের জোড়া ফুলের মতো।

নেত্রকোণা, ময়মনসিংহ।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ