অপেক্ষার দিনক্ষণ

ছাইরাছ হেলাল ২৮ আগস্ট ২০১৯, বুধবার, ০৪:১৬:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ৩৬ মন্তব্য

 

ব্যস্ত (অহেতুক) জীবনের বাজার-রাস্তায়
কোন এক অনুষঙ্গ ঠায় দাঁড়িয়ে থেকে
অথবা আলটপকা লাফিয়ে পড়ে
পথ আগলে দাঁড়ায়;
সমুখের বিস্তর কোলাহলের ভিড় ঠেলে,
অগুন্‌তি বিষাদ বিসম্বাদ ছুঁড়ে দ্যায়, নির্দয় ভাবে।
ঝানু শিকারীর মত নির্দয়তায় ছিঁড়ে-ফেড়ে
কেটে-কুটে টুকরো-টুকরো করে।

ভবিতব্যের লুকনো পৃষ্ঠা খুলে যায় অকস্মাৎ
তপ্ত কালো দীর্ঘস্থায়ী কণ্ঠস্বর, ঘর সন্দেহ বাতিকগ্রস্ততায়।

স্বর্নীল-উষ্ণ-শ্বাসের ঠাসবুনটের অলস-অপেক্ষারা
নিপাট শুয়ে আছে হিশেবের দিনক্ষণে।

0 Shares

৩৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ