অচিন এক ঋণে

হালিম নজরুল ২৫ অক্টোবর ২০২০, রবিবার, ০৯:৫৫:৫৬অপরাহ্ন কবিতা ২২ মন্তব্য

 

মায়াবিনী আশ্বিনী মধুমাখা দিনে,
আমি যেন খাবি খাই অচিন এক ঋণে।

কোজাগরী চাঁদ রাতে, ফুল বনে বনে,
তবু কোন্ অভাবেতে কাঁদি সারাক্ষণে !

নদীটার নীল জলে মাছ করে খেলা,
পাখিদের গানে কিছু আছে অবহেলা?
মেঘেদের নায়ে চড়ে পরীদের দল,
আকার ইঙ্গিতে যেন করে শত ছল।
মাঝেমাঝে রিমঝিম বৃষ্টির ফাঁকে,
জোনাকীরা সন্ধ্যায় নানা ছবি আঁকে।
সুবাসিত গন্ধের শিউলির ফুলে,
অপরূপ ভালবাসা আছে ঠিক ঝুলে।

তৃপ্তির সব আছে, তবু কিছু নেই  !
হৃদয়টা কেন আজ হারিয়েছে খেই?
নেই পাশে মা,তাই সব পাওয়া দিনে
আমি যেন নির্বাক কাঁদি মহাঋণে।

এত সুখে আমি মাগো, তুমি বহুদূরে!
তাই বুঝি দুখ'গুলো আসে ঘুরে ঘুরে?

0 Shares

২২টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ