মর্তুজা হাসান সৈকত

শৈশবের ঝলমলে উঠোনের সাঁকো পেরিয়ে কৈশোর এরপর স্বপ্নাদ্য যৌবন। পেছনে তাকিয়ে দেখি অনেকটাই কেটে গেলো জীবনের, কেটে গেলো কবিতাপথেও! যৌবন ছুঁই ছুঁই কৈশোরের সেই দুর্দান্ত স্বপ্ন, সেই চমৎকার ব্যর্থতা, তাকিয়ে দেখি তাঁর কাছে আজ অপরিসীম ঋণ। তবে তাঁর ভূমিকা সীমাবদ্ধ থেকেছে কেবল নিয়ে যাওয়ার মধ্যেই। বাস্তবভাবে তাঁকে চেয়ে ব্যার্থ হয়েছি বলেই আমার কষ্টগুলো, আমার আক্ষেপগুলো শৈল্পিক হয়ে ফুটতে চেয়েছিলো। কবিতায় পথ চলার শুরুটা এভাবেই। জীবনের বাঁকে চলতে চলতে এরপর কবিতা এসেছে স্বতঃস্ফূর্তভাবে। তাকে নিয়ন্ত্রণ করতে যাইনি বরং নিজেই ঢুকে পড়েছি ক্রমশই।

  • নিবন্ধন করেছেনঃ ১০ বছর ১০ মাস ৫ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ৩২টি
  • মন্তব্য করেছেনঃ ৩৮০টি
  • মন্তব্য পেয়েছেনঃ ৫২৬টি
[রোহিঙ্গা হত্যা এবং নির্যাতনের প্রতিবাদে] মৃত্যুর পাখিটি উড়ে আসে এখানে বার্মিজ নির্মমতার অশুভ অরণ্য থেকে হাঙরের অধিক হিংস্রতায়__ আর প্রকম্পিত করে তোলে রোহিঙ্গা পল্লীগুলো রাখাইনের বর্বর সামরিক বাহিনী আর মিলিশিয়া যেখানে জ্বালিয়ে দেয় গ্রামগুলো আর নির্বিচারে গুলি করে পলায়নরত নিরীহ মুসলমানদের___ যেখানে সম্ভ্রম হারায় কিশোরী আর নারী সীমান্তে পুঁতে রাখে বিষাক্ত মাইন! গগনবিদারী বিলাপ আর [ বিস্তারিত ]
মহামান্য শেখ মুজিব, হে প্রমিথিউস বাংলার, আরও একবার আপনি উঠে আসুন টুঙ্গীপাড়া, সবুজে সবুজে মোড়া ছবির মতন সেই গ্রাম থেকে, কিংবা উঠে আসুন ধানমণ্ডির ৩২ নাম্বার, ঢাকার প্রতিটি রাজপথ থেকে। মহামান্য হে স্থপতি, পদ্মা মেঘনা যমুনার কোল বেয়ে আরও একবার ফিরে আসুন আম জাম কাঁঠালের নিবিড় ছায়া, এই সাধের বাংলায় আপনার। টুঙ্গীপাড়া থেকে উঠে আসা [ বিস্তারিত ]
বছর বিশেক আগের শেষ হয়ে আসা আগস্টের এক পড়ন্ত বেলায় আমাদের শেষ দ্যাখা, ফিজিক্স ডিপার্টমেন্টের পুরনো জারুল গাছটার নিচে। পরস্পর পরস্পরের কুশল বিনিময় ছাড়াও বলার মত কিংবা জিজ্ঞেস করার মত অনেক প্রশ্ন থাকা সত্ত্বেও পরস্পরই পরস্পরের ব্যাধিময় পরিণতি নিয়ে কোনো প্রশ্ন তুলিনি সেদিন! গড়ালো বছর বিশেক এরপর রিলের মত সিনেমার আর পদ্মা, মেঘনা, যমুনায় জেগে [ বিস্তারিত ]
ফেসবুক এবং ব্লগ কমিউনিটির ভার্চুয়াল জগতে যে ক’জন গুণী মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হিসেবে সেই শুরু থেকেই জেগে আছেন, নিজেকে প্রমান করতে পেরেছেন দেশ মায়ের একনিষ্ঠ সেবক হিসেবে জিসান শা ইকরাম তাঁদের একজন। প্রচণ্ড ব্যক্তিত্বসম্পন্ন এবং স্বশিক্ষিত এই মানুষটি লেখালিখির দিগন্তকে আরও প্রসারিত করতে, মত প্রকাশের মঞ্চকে আরেকটু সুদৃঢ় করতে বাল্যবন্ধু সাইরাস হেলালকে [ বিস্তারিত ]
আমি সবসময়ই প্রেমের পক্ষে, নির্ভেজাল ভালোবাসার পক্ষে মানুষের! মূলত ভালোবাসার কথা, প্রেমের কথা এই দারুণ আকালে, দারুণ দুর্দিনেও অবলীলায় বলে যেতে পারি তাই, বলে যেতে পারি সমসাময়িক বৈরিতা, ঘৃণ্য হিংস্রতার ধ্বংসস্তূপে দাঁড়িয়েও! কেনোনা হৃদয় থেকে হৃদয় চোখ রেখে আমিও দেখেছি, দেখেছি একমাত্র প্রেমেই সমস্যার প্রকৃত সমাধান নিহিত, সম্ভব ভালোবেসেই। কেনোনা মানুষ বড় প্রেমহীনতায় ভুগছে, ভুগছে [ বিস্তারিত ]

মুসলেমিন চেতনা!

মর্তুজা হাসান সৈকত ২৬ নভেম্বর ২০১৩, মঙ্গলবার, ০১:০১:৫৫অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৫ মন্তব্য
ইসলাম কি কেবলই শান্তি এবং পবিত্রতার সংমিশ্রণে একত্রিত মুসলেমিন অনুভূতি কিছু? ইসলাম চিরন্তন সত্য থেকে উৎসারিত অমৃতও বটে, ইসলাম বিশ্বাস অনুভবে। আমি জানি, জানি কেবল ইসলামেই প্রোথিত প্রশান্তি চিরন্তন, প্রোথিত চিরন্তনী সুধা। এবং পবিত্র কোরআনই শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, এবং যা শ্রেষ্ঠমানব মোহাম্মদ (সঃ) এর উপর নাজিল, নাজিল মহান সৃষ্টিকর্তা কতৃ্ক জিবরাইল (আঃ) এর মাধ্যমে। বস্তুত প্রকৃত [ বিস্তারিত ]
তোকে ভালোবাসি বলতে যতটা সাহস দরকার ততটা সঞ্চয়ে ছিলো না কখনোই! ছিলোনা বলেই অতটা নিজেকে লুকিয়েছিলাম তোর কাছে। ছিলোনা বলেই অতটা নিজেকে লুকিয়েছিলাম নিজের কাছেই! কতবার ভেবেছি চেয়েছি কতবার দেখা হলেই জানিয়ে দেবো এবার, জানিয়ে দেবো রেখেছি কতটা গভীরে, জানিয়ে দেবো রেখেছি কতটা যতনে, জানিয়ে দেবো অতটা সাহস কিংবা বিশ্বাসের সঞ্চয় ছিলোনা বলেই গোপনে গোপনে [ বিস্তারিত ]
যেদিক ইচ্ছে চলে যাও তুমি! যাও না, বলছি যেতে তোমাকেও, যাও চলে তুমিও, যাও! জেনো, চলে গেলে তুমি অর্থাৎ তোমার প্রস্থান সম্পর্কে নিশ্চিত হলে, নিশ্চিত হয়ে সম্পূর্ণ-, আসন্ন শীতের এই ঝিরিঝিরি হাওয়ায় ভালোবাসাকে পুনর্বার আমন্ত্রণ জানাবো আমি, জানাবো আমন্ত্রণ গত বছরের পাতাগুলোকে মাড়িয়ে এসে, জানাবো বাস্তবিকই। অতঃপর রুমাল হবো যেন অবাধ্য বাতাসে! যেন রঙবেরঙের যত [ বিস্তারিত ]

যাও ভালোবাসা, যাও…

মর্তুজা হাসান সৈকত ২০ নভেম্বর ২০১৩, বুধবার, ০৭:৩৪:০৭অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৪ মন্তব্য
একই পাতা ঝরে যায় বারবার, একই আক্ষেপে হয় হৃদয় পুড়ে ছাই! এ এক অচিকিৎস্য ব্যাধি, রক্তফোয়ারা বইয়ে দেয় অস্তিত্বজুড়ে সমস্ত। জানি, যাচ্ছ চলে অদূরেরই কোন একদিন; ভীষণ তাড়া তোমার, যেতেই হবে, যাও তবে ভালোবাসা, দ্যাখো হৃদয় পেতে রেখেছি যাবে বলেই তুমি যাও ঈপ্সিত লক্ষ্যে তোমার, যাও, খানিক কষ্টও হবেনা পথে... যাও ভালোবাসা, যাও, যাও তোমার [ বিস্তারিত ]
মাস্কটের সিক্সথ ফ্লোরের নোকিয়া কেয়ারে ওকে পেয়ে আমিতো অবাক! পুনর্বার দেখা হতে পারে কখনো, কিংবা হবে এতো ছিলো কল্পনার অতীত। ভেবেছিলাম এড়িয়ে যাবে। যায়নি, অবাক করে দিয়ে এগিয়ে এসে ওই বললো, ‘আরে, তুমি যে এখানে! কেমন আছো, কোথায় আছো, কেমন চলছে বিজনেস?’ প্রশ্ন অনেকগুলো! আট বছর পাঁচ মাস পর পুনর্বার আমাদের দেখা-হাঁটা, পাশাপাশি। ওর হাজব্যান্ড [ বিস্তারিত ]

তারপর না হয়!

মর্তুজা হাসান সৈকত ১৩ নভেম্বর ২০১৩, বুধবার, ১১:২১:৪৮অপরাহ্ন কবিতা, সাহিত্য ১৪ মন্তব্য
হাজারটা তুমিহীন রাত্রি কিংবা সুশোভিত জান্নাতুল ফেরদৌস কে চায়? চায় কে যদি তোমায় না পাই! তারচে এও ভালো ভয়ঙ্কর জাহান্নামেও যদি নিক্ষেপ করা হয় আমাকে, যদি নিক্ষেপ করা হয় অমার্জনীয় অপরাধে ভালোবাসার! বুক পেতে নেবো যত অভিশাপ সেদিন, দাঁড়াবো হাসি মুখেই ঈশ্বরের কাঠগড়ায়, দণ্ড হয় যদি হোক বিন্দুমাত্রও থাকবেনা আক্ষেপ, মেনে নেবো নরকযন্ত্রণা অনন্তকাল! কেবল [ বিস্তারিত ]
(১) ঘাতক দালাল সরব যখন শীর্ষ জোটের মাঠে; বুঝতে হবে দেশটা তখন হাঁটছে কেমন পথে! (২) রাজাকারকেও বলেন যখন একাত্তরের যোদ্ধা; বুঝতে তখন বাকিটা কী চাইছেন তারা কোনটা! (৩) ইসলাম এখন বিরাট ইস্যু নোংরা নীতির খেলায়; আটকা তাতে লাখো মানুষ মরছে হেলায় হেলায়! (৪) একাত্তরে ছিলেন যারা হানাদারদের পক্ষে; তারাও এখন দেশপ্রেমিক বাংলাদেশের বক্ষে! ২৯ [ বিস্তারিত ]

স্মৃতির নীলাভ আগুনে…

মর্তুজা হাসান সৈকত ৪ অক্টোবর ২০১৩, শুক্রবার, ০২:৪৪:০৯অপরাহ্ন কবিতা, সাহিত্য ২০ মন্তব্য
হাসনাহেনার সৌরভে গভীর রাত আরও গভীরতর হয়ে এলে এলে হয়ে, শেয়ালের ডাকে কেঁপে উঠে শ্মশানের পাড়। উঠে বারবার। ইথারে ভেসে এলে সেই স্বর, এলে ভেসে নীরবতা ভাঙে, ভাঙে আমার। ইদানিং এভাবেই ফেরে সম্বিত। কুয়াশার চাঁদর জড়িয়ে আসা শীতের ঠোঁট চুইয়ে তাকিয়ে দ্যাখি, দ্যাখি ঝরছে ফোঁটা ফোঁটা শিশির। দ্যাখি, যাই দ্যাখে দ্যাখে! ইদানীং এভাবেই কেটে যাচ্ছে, [ বিস্তারিত ]

বৃষ্টিকাল (লিমেরিক)

মর্তুজা হাসান সৈকত ১৬ সেপ্টেম্বর ২০১৩, সোমবার, ০১:০৬:৪৪অপরাহ্ন কবিতা, সমসাময়িক ৯ মন্তব্য
বৃষ্টি পড়ছে টিনের চালে চলছে বৃষ্টিকাল ডাকছে মেঘ ডাকছে কাক অদ্ভুত দিনকাল। বিদ্যুৎ ঝলক ক্ষণে ক্ষণে সারাটি দিন কাঁথার নিচে। ফুটবল খেলা বেড়ে গেছে পাড়ায় আজকাল।
আজন্ম লালিত হে স্বপ্ন বাংলার, হে ভালোবাসা, সাধের স্বাধীনতা আমার তোমাকে যারা ক্রুরতা ও অন্ধকারের তীব্র রাইফেলে ক্ষত-বিক্ষত করে মানচিত্রে তোমার ছুটিয়েছে রক্তফোয়ারা, রোপণ করেছে হিংসার নির্দয় বধ্যভূমি যন্ত্রণার তীব্র কার্তুজে ডানে-বামে-উত্তরে-দক্ষিণে, রোপণ করেছে পঞ্চান্ন হাজার বর্গমাইলের আটষট্টি হাজার গ্রাম ব্যেপে- অশনাক্ত সেইসব লাশের ছিন্নভিন্ন দেহ, হাত বাঁধা, চোখ বাঁধা চিত্রনাট্য কিংবা নেড়ি কুত্তার পৈশাচিকতায় [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ