আজন্ম লালিত হে স্বপ্ন বাংলার, হে ভালোবাসা, সাধের স্বাধীনতা আমার
তোমাকে যারা ক্রুরতা ও অন্ধকারের তীব্র রাইফেলে ক্ষত-বিক্ষত
করে মানচিত্রে তোমার ছুটিয়েছে রক্তফোয়ারা, রোপণ করেছে হিংসার
নির্দয় বধ্যভূমি যন্ত্রণার তীব্র কার্তুজে ডানে-বামে-উত্তরে-দক্ষিণে,
রোপণ করেছে পঞ্চান্ন হাজার বর্গমাইলের আটষট্টি হাজার গ্রাম ব্যেপে-

অশনাক্ত সেইসব লাশের ছিন্নভিন্ন দেহ, হাত বাঁধা, চোখ বাঁধা চিত্রনাট্য
কিংবা নেড়ি কুত্তার পৈশাচিকতায় কান্নার অসহায় কোরাস, অথবা
স্বদেশের দগ্ধ কৃষ্ণচূড়া বাংলাদেশ ভোলেনি, ভোলেনি
স্বাধীনতা চাইতে এসে ফেরা হয়নি যাদের স্বদেশের আপন মানচিত্রে ।

ওইসব রক্তঋণ থেকে থরে থরে দাঁড়িয়ে গেছে আগামীর সহস্র সহস্র
সূর্যসন্তান প্রজন্মের মোহনায়, দাঁড়িয়ে গেছে স্বাধীনতার কথা বলতে
স্বাধীনতার পক্ষে । বাঙালি হলে, বাংলাদেশী হলে, বাংলার সুহৃদ হলে,
মুক্তির সপক্ষের কেউ হলে, কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে দাঁড়িয়ে
যাও, দাঁড়িয়ে যাও গৌরবময় মৃত্যু এবং স্বপ্নময় নতুন বাংলাদেশের পক্ষে !

0 Shares

৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ