খাদিজাতুল কুবরা

আশার বেলায় চড়ে জীবন,
ভালোবেসে ভালোবাসা খোঁজে,
ভালোবাসা আছে কোথায়?
কোন সুদূরের অচিন দেশে!
অবশেষে স্বপ্নের হাতছানি ডেকে নেয় অষ্ট্রপ্রহরের শেষে….
ফুরিয়ে যায় চাওয়া পাওয়া লেনদেন,
ফজরের নামাজ শেষে জানাজার আয়োজন।
আধার কেটে ভোরের উষার আনাগোনায় মাতে অন্য কারুর নতুন দিন।
এটাই জীবন...

  • নিবন্ধন করেছেনঃ ৩ বছর ১০ মাস ১ দিন আগে
  • পোস্ট লিখেছেনঃ ১৩৬টি
  • মন্তব্য করেছেনঃ ১৮৪৪টি
  • মন্তব্য পেয়েছেনঃ ২১২১টি

পরিত্যক্ত যতিচিহ্ন

খাদিজাতুল কুবরা ১৯ ডিসেম্বর ২০২১, রবিবার, ১২:১৭:৩১পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
  মানুষের প্রতি, এত বিতৃষ্ণা কেন তার? অভিধান খুঁজে পায়না বলে, নাকি তারা মূলত নিজের নয়? অনেক দিন পর দেখা হলে সিনা মিলিয়ে ও কেন বুকের আগল খুলতে পারেনা সে? কেন স্পর্শগুলো বড় অসহ্য আর ভারি লাগে? কেউ তার নয় সে-ও কারো নয়, এভাবেই তো বেশ চলে যাচ্ছে.... কী  দরকার  ভালোবাসা বাসির? নিজের অতলান্তে এত [ বিস্তারিত ]

বেসুরো অর্কেস্ট্রা

খাদিজাতুল কুবরা ১৫ ডিসেম্বর ২০২১, বুধবার, ০১:০১:৫১পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
  সত্যের পরতে পরতে জমা শেষ সত্যের অস্থায়ী বুদবুদ, বিষম খাওয়া দুঃখগুলোকে এবার জানাব সাধুবাদ, কি ভাবছ?  অদ্ভুত! এ-ই হয়, তোমাদের ঐ এক দোষ, মিথ্যের ফানুস উৎসব ভালোবাস সত্যিতে নাখোশ। শীতের ভয়ে অশীতিপর কাঁপছে থরথর, তবুও শীত আসে অনায়াসে বৈচিত্র্য ধরে রাখতে ঋতুর। প্রাণ বাঁচানো গেলোনা ঘাটের মরা সম্পর্কের। আদিগন্ত শোকের নহর, খরস্রোতা কাটছে এপার [ বিস্তারিত ]

হরর গল্পের দিনরাত্রি

খাদিজাতুল কুবরা ১১ ডিসেম্বর ২০২১, শনিবার, ০১:০১:০২পূর্বাহ্ন কবিতা ১৪ মন্তব্য
  ব্যস্ত দিনের ত্রস্ত ফর্দনামা হাতে দোর খোলে ভোর। দিনভর কাজের মাঝে অকাজের আবক্ষ ভাস্কর্য, নাক চোখ গড়তে গিয়ে জেরবার! নিষ্পাপ শিশিরের শিরশির অনুরনন ছোঁয় না আর!   সন্ধ্যা নামার আগেই আঁধার নামায় মনো মেঘ! রাতটা আলস্যভরা কৈশোরের দিঘল চুলের মতো জটপাকানো, সন্তর্পণে মা'র হাতে চিরুনি চালায় নির্বোধ আবেগ!   মধ্যরাতে কে যেন নিক্কণ ধ্বনি [ বিস্তারিত ]

দাবাড়ু এবং সে

খাদিজাতুল কুবরা ২ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার, ০৯:১৪:১৭অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য
  ভালোবাসা  তারা হয়ে গেছে, পাশের বাড়ির লাগোয়া আকাশ পেরুলেই কি তার দেখা মিলবে? আজন্ম নির্বাসিতার বিসর্জিত প্রেমের কিসসা মুখে মুখে রটে গেছে, প্রেম এখন দুর্নামগ্রস্ত এক অনু ঘটন! অপরিনামদর্শী সরলতম মনের পোস্টমর্টেম হয়েছে  রক্ষণশীল নীতির ল্যাবরেটরীতে। এইসব ঘটনার অণুচক্রিকা তুমি জানো নিশ্চয়ই? রায় হয়ে গেছে সনাতনী দেওয়ানি আদালতে, বেশি কিছুনা কেবল চরিত্রহীনের তকমাটা সেঁটে [ বিস্তারিত ]

সহমরণ

খাদিজাতুল কুবরা ২৮ নভেম্বর ২০২১, রবিবার, ০৪:৫৬:০৮অপরাহ্ন কবিতা ২০ মন্তব্য
  স্যাঁতস্যাঁতে ঝুপড়িতে বেড়ে ওঠা কচি আবেগ জানেনা আকাশ কত নীল! সমুদ্র কতটা সফেন আর সুনীল? আকাশ দেখবে বলে উড়ুক্কু গাঙচিলের ঝাঁকের পিছে ছুটতে গিয়ে ডানা ভেঙ্গেছে উঠোন বাড়ির শালিক। তবে কী আবেগ পাখির বেহিসেবী পালক? যত্রতত্র যখন তখন ঝরে যায়.... নির্জন দুপুরে একান্তে ডাকা ঘুঘুকে কি তাড়িয়ে দিতে হবে? চালচুলোহীন ভবঘুরের স্পর্শকাতর অনুভূতি শূন্য [ বিস্তারিত ]

নির্মলেন্দুর দোষ

খাদিজাতুল কুবরা ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ০১:২৮:৫৬পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য
  যত দোষ নন্দঘোষ নয় নির্মলেন্দু গুণ। তিনি যদি ঘটা করে না বলতেন _"তোমার চোখ এতো লাল কেন? "তাহলে তুমি ও বলতেনা। জবাবে আমি ও হয়তো দুঃসাহসে উদ্ধৃত করতামনা __ "তার চেয়ে চলো এক কাজ করি, তুমি কান পেতে শোনো, শুধু শোনো, আমি শুধু বলি! ভালোবাসি… ভালোবাসি...ভালোবাসি...;♥'' শেষতক কী হলো? লোকসান গুণছি__ অনুশোচনার প্রতিলিপিতে লিখছি  [ বিস্তারিত ]

নির্জন দুপুরে

খাদিজাতুল কুবরা ২০ নভেম্বর ২০২১, শনিবার, ০৯:৫৯:২২অপরাহ্ন একান্ত অনুভূতি ১১ মন্তব্য
  জানি কোথাও কেউ নেই, ছিলোনা কোনোদিন, আসবে বলেও আশা জাগায়নি মনের গোপন, তবুও রাত্রিজাগা, অপেক্ষায় ভালোলাগা, এ কোন অযথা  দহনে পোড়ে মন! না আছে বিশেষ দিন, ক্ষন, সন, যা আছে তা কেবল যাপিত যাপন কিংবা তথাকথিত জীবন। অবেলায় বরণ করা বারণ লিখেছিল পুরাণ সর্বাঙ্গে চোরাবালির আবরণ, অতলান্তে স্রোতের অথৈ প্লাবন! এ যে কুহক! সর্বনেশে [ বিস্তারিত ]

ঘাসফুলটি কিংবা মৃগ কস্তূরী

খাদিজাতুল কুবরা ১৪ নভেম্বর ২০২১, রবিবার, ০১:২২:৩০পূর্বাহ্ন কবিতা ৬ মন্তব্য
পাহাড়ে যার আদি নিবাস__ সে তো মাথা উঁচিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রয়; সমতল তার অকুল পাথার। দেবদারুর সাথে ঘাস ফুলের প্রেম হয়না ওরা বরাবরই একলা নির্বিকার! পাহাড়ের নিস্তব্ধতা আর দেবদারুর নিঃসঙ্গতা তার আত্মমর্যাদা /আত্ম অহংকার। ছায়া বিথীর ঘেরাটোপে হারানো পথিক চিরকাল মনে মনে পোষে সংসার বিবাগী সংঘাত।   পাশেই মহুয়ার বনে__ অনাহূত প্রশ্ন বানে ঝুলে মরে [ বিস্তারিত ]

নিরন্ন পথিক

খাদিজাতুল কুবরা ৮ নভেম্বর ২০২১, সোমবার, ১২:৪৪:১০পূর্বাহ্ন কবিতা ১৫ মন্তব্য
তোমাকে আশ্রয় করে জন্মেছিলো যে কাব্যের ছত্রাক, আমিই তার জননী 'পরজিবী অকবি '। তোমার সাথে সাথে আমি এবং আমার আত্মজা অকবিতা বিলুপ্ত প্রায় । আজ বুঝতে পারছি, আমিই সেই নিরন্ন শব্দহীন পথিক। আমার নিজের কোন বর্ণমালাই নেই, শব্দতো অবান্তর, আর কাব্যিক চরণ "আকাশ কুসুম কল্পনা"। তাই তো শৈশব, কৈশোর এবং  তারুণ্য অরণ্যে রোদন করেছে অহেতুক [ বিস্তারিত ]

উন্নাসিক

খাদিজাতুল কুবরা ১ নভেম্বর ২০২১, সোমবার, ১১:১৪:০৩অপরাহ্ন কবিতা ৮ মন্তব্য
বহুদিন  আকাশ দেখা হয়নি গাঙচিলেরা ও এদিকে ডানা মেলে উড়েনি বহুদিন জানালার কার্ণিশে ঘুমুতো যে জালালি পায়রাগুলি ধান খুঁটে খেতে গিয়ে তারা ও আর ফেরেনি। ঋতু বদলে আজ নাকি  হেমন্ত  এসেছে দূর পাহাড়ের বুকে; কিংবা আমার নাগালের বাইরের ঘাসের ডগায়, লোকমুখে শুনেছি শুধু টের পাইনি। উত্তুরে হাওয়ায় কার আগমনী বার্তা ভেসে বেড়ায় কোন আবহ সঙ্গীত [ বিস্তারিত ]

এক ঘরকুনো চড়ুই

খাদিজাতুল কুবরা ৩১ অক্টোবর ২০২১, রবিবার, ০২:১৫:১৫অপরাহ্ন কবিতা ১৫ মন্তব্য
বনমালী তুমি ভয় পেয়ো না, কারুর হার যদি হয় কারুর জয়ের সূচনা, সহস্রবার সয়ে যাবে শব্দ বাণের শূল, শুনবেনা কেউ যাতনার মূর্চ্ছনা! এ-ই তো জীবন কেউ দেনা কেউ পাওনা।   লৌহ প্রস্তরীভূত প্রহরীর এ জীবন আমৃত্যু কেউ ছুঁতে পারবেনা । প্রাণের দাওয়ায় ছটফটিয়ে মরে ঘরকুনো চড়ুই তবুও তার বাহির-পানে যাওয়া মানা। সে যে আজানুলম্বিত স্বভাবের [ বিস্তারিত ]

আমি কেমন আছি

খাদিজাতুল কুবরা ১২ অক্টোবর ২০২১, মঙ্গলবার, ০৮:৫৫:০১অপরাহ্ন চিঠি ৯ মন্তব্য
ছাত্র জীবনে বহু চিঠি লিখেছি ,পাড়া প্রতিবেশীদের  ফরমায়েশি চিঠি। এক বড়মা ছিলেন, দুবাইয়ে ছেলেকে চিঠি লিখাতেন আমাকে দিয়ে। লিখা শেষে পড়ে শোনালে আমাকে অনেক দোয়া করতেন। এক বড় বোন ছিলো, শশুর বাড়ি থেকে আসতেন, আমাদের বাড়িতে দুদিন থেকে আমাকে দিয়ে প্রবাসী স্বামীকে চিঠি লিখাতেন। সেই চিঠি পড়ে মানুষটার নাকি রাগ পড়ে যেত। আমি মোটামুটি ইন্ট্রোভার্ট [ বিস্তারিত ]

ওরে একটু দাঁড়া

খাদিজাতুল কুবরা ২৫ জুলাই ২০২১, রবিবার, ১২:১৭:২২পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৮ মন্তব্য
  কবিতা! শুনতে পাচ্ছিস? এমন করে ডেকে সারা হচ্ছি! ট্রেনের বগির সাথে পাল্লা দিয়ে শব্দগুলো পালাচ্ছে, আমি অসহায় চোখে তাকিয়ে আছি! চিরচেনা মাঠ-ঘাট,সরষে ক্ষেত, গরুর পাল, কৃষকের নাঙ্গল। হারানো শৈশব-কৈশোর__ সাথে অশোকের ঝুলে দোল! চোখদুটো হাত বাড়িয়ে ছোঁয়ার তরে ব্যাকুল! কবিতা! জানিসতো তুই দুরপাল্লার পথে ছায়া সঙ্গী। নিবিড়ভাবে জড়িয়ে গেছি আমরা__ যাকে বলে অঙ্গাঅঙ্গি। জীবন [ বিস্তারিত ]

অলীক

খাদিজাতুল কুবরা ৭ এপ্রিল ২০২১, বুধবার, ১২:১৯:১১পূর্বাহ্ন কবিতা ১০ মন্তব্য
তুমি যদি আমার হতে, যখন বাহির থেকে আসতে, কবি নির্মলেন্দু গুণের নায়িকার মতো শুধু ঘরের দরজা নয় মনের দরজাও খুলে দিতাম। ঘর্মাক্ত ক্লান্ত তোমায় গরম জলে স্নানের আদেশ দিতাম। ততক্ষণে এক কাপ লেবু চা তৈরি করে অপেক্ষা করতাম। তারপর তোমার কর্মক্লান্ত দিনের সাফল্যের কথা শুনতাম। তুমি যদি আমার হতে, সকালে তোমার কাজে যাওয়ার আগ মুহূর্তে [ বিস্তারিত ]

ইচ্ছের সীমানা

খাদিজাতুল কুবরা ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ১২:০৯:৩৪পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য
  অক্ষত দেহে ইচ্ছের শব বয়ে বেড়াতে না পারলে কেউ কেউ কোমায় চলে যায়! আবার বিকলাঙ্গ শরীরে ও "স্টিফেন হকিং" ইতিহাস গড়ে দিয়ে যায়। ইচ্ছেকে তাই যাচ্ছে তা-ই করতে দেওয়া যায়না, ইচ্ছে বাঁচুক আত্মসম্মান নিয়ে, ইচ্ছে গড়ুক স্বপ্নের ইমারত। ইচ্ছেতে থাকুক বিবেকের আদালত, ইচ্ছেগুলো ক্রাচবিহীন চলতে শিখুক। ইচ্ছেরা স্বাধিকার ছেড়ে মানবতার পথে হাঁটুক, ইচ্ছেরা দুঃস্থ [ বিস্তারিত ]

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ