নির্মলেন্দুর দোষ

খাদিজাতুল কুবরা ২৩ নভেম্বর ২০২১, মঙ্গলবার, ০১:২৮:৫৬পূর্বাহ্ন কবিতা ১৮ মন্তব্য

 

যত দোষ নন্দঘোষ নয় নির্মলেন্দু গুণ।

তিনি যদি ঘটা করে না বলতেন _"তোমার চোখ এতো লাল কেন? "তাহলে তুমি ও বলতেনা।

জবাবে আমি ও হয়তো দুঃসাহসে উদ্ধৃত করতামনা __
"তার চেয়ে চলো এক কাজ করি,
তুমি কান পেতে শোনো, শুধু শোনো,
আমি শুধু বলি!
ভালোবাসি…
ভালোবাসি...ভালোবাসি...;♥''

শেষতক কী হলো?
লোকসান গুণছি__
অনুশোচনার প্রতিলিপিতে লিখছি  ভুল সংলাপ, ভুল প্রেমালাপ,
আরও কত নাম না জানা ভুলচুক।
সব অহেতুক, অহেতুক!
তিনি না হয় বিশ্বপ্রেমিক; সৃষ্টির নেশায় বুদ হয়েছেন, নষ্ট প্রেমের পদ্যে কিংবা গদ্যে।

আমি!
আমি তো অতি সাধারণ পাল ছেঁড়া নাবিক,
আমাকে ঘিরে ধরেছে অভিশাপের প্রতীক এলবাট্রস!
দানা পানি শেষ হতে চললো
জলের ঘড়া খালি প্রায়,
এবার আমি ঠিক মরবো লবনাক্ততায়।

তুমি!
তুমি তো ডুব সাঁতারু!
তোমার ভয় নেই
সাঁতরে যাও কত প্রিয় বন্ধু তোমার অপেক্ষায়।
হ্যাঁ বন্ধু ঠিকই বলছি তুমি সৌভাগ্যবান।

আমার প্রাণ ওষ্ঠাগত,
আর দেরি নেই!
এই তো কেবল শেষ সূর্যাস্তের.....
নির্মলেন্দুর জয় হোক __
শুধু কবিতার পাতায়!

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ