নিরন্তরের স্বপ্ন

ছাইরাছ হেলাল ১৫ মার্চ ২০২১, সোমবার, ০৯:০৮:০৮পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২০ মন্তব্য

 

সময়ের চৌরাস্তায় দাঁড়িয়ে নিরন্তর স্বপ্ন দেখি
দৃশ্য থেকে দৃশ্যান্তরে, নির্জনতার সুরে সুরে
তন্দ্রা-মগ্ন শূন্যতার একক প্রহরে;
নিঃশঙ্ক নাবিক পাল তোলে, দার ফেলে
জল সমুদ্রের গভীরে যাবে বলে,
সংকোচহীন নিপুণ হাতে;

দূর নীলাকাশের হাতছানি, স্বর্ণ-জলের
তুমুল আহবান, সমুদ্রের নুন–গন্ধি শরীর জলে
মেঘেদের আনাগোনা।

সময় এখন ক্ষরণ ও সন্তাপের অনুকূলে
শূন্যতা যখন সরব, সারা গৃহস্থালি জুড়ে,
অলীক বৃক্ষের মত সুখ দুঃখের ক্ষতগুলো
অনড় ডানায় উড়ে যাচ্ছে।
যেন এক স্থায়ী চির-দীর্ঘস্থায়ী নিঃসঙ্গতা,
প্রবল নৈশব্দের ধূলিঝড়ে।

ছবি নেট থেকে।

0 Shares

২০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ