ইচ্ছের সীমানা

খাদিজাতুল কুবরা ২ এপ্রিল ২০২১, শুক্রবার, ১২:০৯:৩৪পূর্বাহ্ন কবিতা ১৬ মন্তব্য

 

অক্ষত দেহে ইচ্ছের শব বয়ে বেড়াতে না পারলে কেউ কেউ কোমায় চলে যায়!
আবার বিকলাঙ্গ শরীরে ও "স্টিফেন হকিং" ইতিহাস গড়ে দিয়ে যায়।
ইচ্ছেকে তাই যাচ্ছে তা-ই করতে দেওয়া যায়না,
ইচ্ছে বাঁচুক আত্মসম্মান নিয়ে, ইচ্ছে গড়ুক স্বপ্নের ইমারত।
ইচ্ছেতে থাকুক বিবেকের আদালত,
ইচ্ছেগুলো ক্রাচবিহীন চলতে শিখুক।
ইচ্ছেরা স্বাধিকার ছেড়ে মানবতার পথে হাঁটুক,
ইচ্ছেরা দুঃস্থ পীড়িতের কল্যাণ বয়ে আনুক।
ইচ্ছেরা ভোগবাদের শৃঙ্খল ভেঙে নতুন অভিধান লিখুক।
ইচ্ছে ঘুড়ি রোজ চাঁদ ছুঁতে যেয়ে প্রত্যাখাত না হয়ে; আপনালয়ে উড়ুক!
একটুখানি সন্তুষ্টির আশ্রয়ে ইচ্ছেগুলো খিলখিলিয়ে হাসুক!
চার্লি চ্যাপলিনের মতো ইচ্ছের  দুঃখ ঠোঁট না জানুক!
ইচ্ছের কাছে এর বেশি চাওয়া নেই,
শুধু চাহিদার কপাটে শক্ত করে খিল দেওয়া চাই।

0 Shares

১৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ