শহুরে-বায়োস্কোপ

সুপর্ণা ফাল্গুনী ২৪ আগস্ট ২০২১, মঙ্গলবার, ১১:২৩:৩২অপরাহ্ন কবিতা ২৫ মন্তব্য

ভেজা সকাল টা নুয়ে পড়েছে ইট-সুরকির
শরীর জড়ানো বাহারি বাগান-বিলাসে ;
সারমেয় গুলো বড্ড শোরগোল বাধাচ্ছে,
কিছুতেই গলির রাজত্ব ছেড়ে দিবে না;
সাথে যোগ হয়েছে পাতি-কাকের বেসুরো মিটিং, সমাবেশ। ময়লার ভাগাড়ে মুখ থুবড়ে পড়ে আছে নষ্ট আকাঙ্ক্ষার দ্বিমুখী ফলাফল।

নেশালু চোখে ঝরছে বিরহের বিমূর্ততা;
বদ্ধ ঘরে রবির আলো দেয় না ধরা- সেখানে আছে বনসাই আর কৃত্রিম আলোক উৎসব।
খোলা আকাশটাকে ছুঁয়ে দেখতে হাজারো বিধিনিষেধ- ঝুলে আছে নেমপ্লেটে খোদাই করা বর্ণমালায়;
বন্দী পাখিরা খাঁচা ছেড়ে উন্মুক্ত আকাশে উড়বার অপেক্ষায়।
চিচিঙ্গা ফুলের শুভ্রতা এই শহরে নিমন্ত্রিত হয়না কখনো; আটপৌরে শাড়ির অগোছালো আঁচলে নীলপদ্ম ফোঁটে না আয়েসি জীবন-বায়োস্কোপে।

ছবি-নেট

0 Shares

২৫টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ