সুখ পাখিদের গান

ছাইরাছ হেলাল ৩১ জুলাই ২০২১, শনিবার, ১২:৪০:৫০অপরাহ্ন একান্ত অনুভূতি ২৭ মন্তব্য

 

ডানা-মেলা আকাশকে দেখি ভাবি
একদিন আমি পাখি হবো
ঐ নীলের আকাশে;

অনুদিত অনুবাদে কিছু ঘুম বকেয়ায় ফেলে
আঁজলা আঁজলা মুক্তো-ঝিনুকের নির্বাসিত
প্রশ্নের পিঠে জন্মানো গাঢ় তিলের অঙ্কুরোদগম
ফুঁ দিয়ে নিভিয়ে দেব;

মেঘেদের দাঁড় করিয়ে রাখবো আরেক
বর্ষা পেরিয়ে শীত অবধি;
বোকা বোকা কবিতার মত সুখের অসুখে
মুছে ফেলব বোবা সুখ-পাখিদের না-বলা গানের
আকুতি, অলৌকিক সম্ভ্রমে;

তারপর হঠাৎ একদিন
গুছিয়ে নেয়া আকাশ মেঘের দূর ছোঁয়ায়
অফুরন্ত চুল-বাতাসের উপকূলে
নিঃসম্বল নিঃস্বের মত একাকী দিশেহারা হবো
সবার অজান্তে, তুমুল অবসাদে;

ছবি নেটের।

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ