ছোট্ট পাখির ছোট্ট আশা

বোরহানুল ইসলাম লিটন ১০ ফেব্রুয়ারি ২০২১, বুধবার, ০২:৩৮:২১অপরাহ্ন কবিতা ১০ মন্তব্য

রাত দিবসে ছোট্ট পাখি
জ্ঞান পিপাসে মেলে আঁখি
কথায় নানান ছন্দ মাখি
মনটা গড়ে আয়না,
চুপটি তুলে আশার ছানি
দেখতে সেথা বদনখানি
চলছে একাই স্বপ্ন ভানি
নিত্য করে বায়না।

আলোর মশাল অগ্রে জ্বেলে
সর্বে উড়ে পাখনা মেলে
জীর্ণ জরা পিছন ফেলে
রাখতে গহীন মান টা,
সাম্য দিয়ে সকাল সাঁঝে
ঐক্য গড়ে সবার মাঝে
চায় যেতে সে কালের খাঁজে
গর্বে রেখে জান টা।

0 Shares

১০টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ