শরৎ বৃষ্টি

ছাইরাছ হেলাল ৬ অক্টোবর ২০২০, মঙ্গলবার, ০৯:১৬:১৯পূর্বাহ্ন একান্ত অনুভূতি ২৪ মন্তব্য

 

এই, এখন-সকালে জেঁকে-বসা বর্ষার আকাশ কে বলি,
হাত বাড়িয়ে দাও, খুনসুটির ছলে হলেও,
এই হাত নাও;

স্নান ঘরের নিভু-আলোতে বর্ষণ/স্নান, মন্দ কী?
আমি তো রাজি হয়েই আছি;
ধুলো ময়লার কাল-স্রোত ধুয়ে যাবে, ধুয়ে নেবে;

কে কোথায় উঁকি দিচ্ছে/দেবে, দিক না;
উত্তাল-উতলা স্নান মেঘে ভেসে
হেলে-দুলে বলা না-বলা কথার ভিড়ে
হাঁ করে তাকিয়ে না থেকে, একটু আধটু ঝুঁকি
নিয়েই না-হয় একটু বুদবুদ খেলি,
এসিড বৃষ্টির তোয়াক্কা না করে, এক্ষুনি;

ঊরু দেখানো মেঘ, অ-ক্ষমতার জিকির তুলে
এবারে আর রক্ষা পাবে না, এই শরতে;
এই সকালে।

ছবি নেটের।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ