হে-বিধাতা

সঞ্জয় মালাকার ৪ মে ২০২০, সোমবার, ০৭:৫৪:৩৩অপরাহ্ন কবিতা ২৬ মন্তব্য
  • হে- বিধাতা
  • হে -বিধাতা, এ- কেমন নিষেধাজ্ঞায়
  • আবদ্ধ করেছ ষোলকোটি জনতা,
  • পথের সন্ধানে তোমায় খুজে দিবসযামীনি
  • আশায় আশায় কাঁটিয়েছি দিন-রজনী -
  • তুমি তো চোখ ফিরিয়ে দেখলে না।
  • হে- বিধাতা,
  • সহস্র দিনের অপেক্ষায় দিবারাত্রি
  • মধুময়, মধুর লগ্নে আতঙ্কিত জননী,
  • আনন্দে ভাসা দু-নয়নে পরেছে ছানি
  • ভূমিষ্ট হয়ে ছোট্ট সোনামণি অস্পষ্ট চোখে
  • ঝাপসা দেখে মাতৃভূমি।
  • হে- বিধাতা,
  • স্পর্শহীনতায়, আকুলতা
  • সুর খুঁজে না পায় মাতৃ মমতা?
  • বিবস্ত্র দুগ্ধ পিপাসী দৃষ্টি আকুলতায়
  • কাঁদছে ছোট্ট শিশু-টি।
  • হে - বিধাতা,
  • এ-কেমন আবদ্ধতা, নিষেধাজ্ঞা
  • দেয়াল বন্দী ঘরে মাতৃমমতা,
  • তোমারি মুগ্ধ পরশে অশ্রু চোখে, আজ-
  • ষোলকোটি জনতা।
  • হে- বিধাতা,
  • শ্বেত-শুভ্র ক্যানভাসে অর্ধসমাপ্ত
  • ক্ষুধার্ত মানুষ বাড়ছে ক্রামাগত,
  • হে- বিধাতা এ-কেমন নিষেধাজ্ঞা
  • তোমার সৃষ্টি নিয়ে তুমি করো খেলা।
  • হে- বিধাতা,
  • যতক্ষণ রবে তুমি এ ধরণীতে
  • এ-বিশ্ব সৃষ্টি সঞ্চারিত হবে তোমার চরণে //
  • সঞ্জয় মালাকার /
0 Shares

২৬টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ