তুই কি হবি আমার!

সুপর্ণা ফাল্গুনী ৭ এপ্রিল ২০২০, মঙ্গলবার, ০৭:২৯:৫৪অপরাহ্ন কবিতা ২৪ মন্তব্য

তুই কি আমার সুখ হবি /দুঃখ হবি?
সুখ হলে হাসিতে মুক্তো ছড়াবো,
দুঃখ হলে ব্যাথার নীলে জড়িয়ে নেবো বুকের পাঁজরে।
তুই কি আমার ভালোবাসা হবি/ঘৃণা হবি?
ভালোবাসা হলে প্রেমের সাম্পান ভাসাবো নীল দরিয়ায়,
ঘৃণা হলে হারিয়ে যাবো তেপান্তরের ধূধূ বালুচরে।
তুই কি আমার জাগরণ হবি/ঘুম হবি?
জাগরণ হলে কথার ফুলঝুরি ফোটাবো ,
ঘুম হলে স্বপ্নে তোকে নিয়ে মিলন বাসর গড়বো।

তুই কি আমার সূর্য হবি/চন্দ্র হবি?
সূর্য হলে রৌদ্র ঝর্ণায় শক্তির ধারা হবো ,
চন্দ্র হলে চরকা কাটা বুড়ি হবো।
তুই কি আমার অমানিশা হবি/চন্দ্রালোক হবি?
অমানিশা হলে রাতের আঁধারে কানামাছি, ছোঁয়াছুঁয়ি খেলবো।
চন্দ্রালোক হলে পূর্ণিমা তিথিতে জোছনা মাখবো গায়।
তুই কি আমার ভোর হবি/ সন্ধ্যা হবি?
ভোর হলে নিশাজলে ভেজাবো তনু-মন,
সন্ধ্যা হলে আরাধনায় সাঁঝ-প্রদীপ জ্বালবো।

তুই কি আমার অন্তরীক্ষ হবি/ভূগর্ভ হবি?
অন্তরীক্ষ হলে মেঘের ভেলায় ভাসবো দু'জন,
ভূগর্ভ হলে মেঠোপথে অন্তবিহীন হেঁটে চলবো।
তুই কি আমার পবন হবি/বৃষ্টি হবি?
পবন হলে এলোমেলো হবো উড়িয়ে শাড়ির আঁচল,
বৃষ্টি হলে অহর্নিশি ভিজবো খোলা চুলে।
তুই কি আমার আদর হবি/শাসন হবি?
আদর হলে তোর সর্বাঙ্গে আঁকবো চুম্বনের আলপনা,
শাসন হলে ধমকগুলো আঁজলা ভরে রেখে দেবো।

তুই কি আমার পুষ্প হবি/ নদীর কূল হবি?
পুষ্প হলে খোঁপায় গুঁজে রাখবো,
কূল হলে লহরী হয়ে ভিজাবো লালিত্যহীনতাকে।
তুই কি আমার মাটি হবি/জল হবি?
মাটি হলে লেপ্টে নেবো হয়ে মাখামাখি,
জল হলে ধুয়ে নেবো মনের যত কালি।
তুই কি আমার কাজল হবি/ টিপ হবি?
কাজল হলে দু'নয়নে পড়বো দিবানিশি,
টিপ হলে কপালের ভাঁজে রাখবো নিরবধি।

0 Shares

২৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ