সোনেলার বন্ধুদের কথা দিয়েছিলাম করোনা নামক এই সংকট কালীন সময়ে কে কি করছে তা তুলে ধরব বলে। কিন্তু দেখলাম আমার মতো অনেক অধম আছে যারা গ্লাসের অর্ধেক পানিটাই দেখে খালিটা দেখে না। যেখানে অধিকাংশ মানুষ গ্লাসের অর্ধেক খালিটা নিয়ে ফুলে ফেপে বড় করে মানুষের মনোবল ভেঙে দেয়। এইজন্য আজ সারাবিশ্বটা অচল হয়ে গিয়েছে করোনা আতঙ্কে। ডাক্তাররা চিকিৎসা করছে না ভয়ে। এটা শুধু বাংলাদেশ নয় খোদ আমেরিকায় ঘটছে একি ঘটনা তাই মানুষ বেঘোরে প্রাণ দিচ্ছে সারা বিশ্বে। আর FaceBook নামক মারণাস্ত্র হাতে হাতে এটম বোমা ফাটাচ্ছে। আর মানুষ আতঙ্কে রোগ প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে।

সেখানে এই ভয়কে জয় করে যারা যুদ্ধে নেমেছে মানুষের জন্য নিম্নে তুলে ধরলাম যেটা আমি লিখতে চেয়েছিলাম।

1. BRAC এর ১০০,০০০ (এক লক্ষ) মাঠকর্মী করোনা নিয়ে মানুষকে সচেতন করতে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে যাচ্ছে। সাবান এবং স্যানিটাইজার এর ব্যবহার, পুনর্ব্যবহারযোগ্য মাস্ক বিতরণ, ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের জন্য PPE তৈরি, ন্যাশনালি এক্সেপ্টেড তারকাদের (রিয়াজ, কুদ্দুস বয়াতি এবং আরও অন্যান্য) নিয়ে সচেতনতা বৃদ্ধি করে চলেছে একেবারে মার্চের শুরুর দিক থেকে।
.
2. উহানের চেয়েও বড় হাসপাতাল নির্মিত হচ্ছে, বানাচ্ছে Bashundhara Group , ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেছে, যে কোন মুহুর্তে কাজ শুরু।
.
3. পনেরো কোটি টাকার মেডিক্যাল সরঞ্জাম আর পিপিই দিচ্ছে Beximco Group
.
4. নিজেদের জমিতে Akij Group গড়ে তুলছে তিনশ এক শয্যার স্পেশাল হাসপাতাল, সহযোগিতায় আছে গণস্বাস্থ্য ( এছাড়াও গণস্বাস্থ্য স্বল্পমূল্যে টেস্টিং কিট তৈরির চেষ্টা চালাচ্ছে )
5. বিদ্যানন্দ - Bidyanondo, এক টাকার আহার সারাদেশ ব্যাপী প্রায় দশ লক্ষ মানুষের খাবারের আয়োজনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, ডোনেশন ফান্ডে প্রতি মুহুর্তে অর্থ সাহায্য জমা হচ্ছে, পাঠাচ্ছে দেশের ও দেশের বাইরের অসংখ্য বাংলাদেশী।
6. বেতনের অর্ধেক টাকা করোনা তহবিলে দান করেছে জাতীয় দলের ক্রিকেটারা।
.
7. Sheba.xyz, The Daily Star, Somokal ' Mission Save Bangladesh' ব্যানারে সুবিধা বঞ্চিত মানুষদের সাহায্য করতে কাজে নেমেছে, তাদের সাথে যোগ দিয়েছে সাকিবের ফাউন্ডেশন। নিজস্ব তহবিল থেকে প্রায় বারশো দরিদ্র পরিবারকে খাদ্যের যোগান দিচ্ছে মাশরাফি।

8. #DonateforGood কাজ করে যাচ্ছে ২০০ পরিবারের খাবার জোগাড় করার জন্য।
.
9. করোনা চিকিৎসায় মিরপুর স্টেডিয়াম ছেড়ে দিতে প্রস্তুত বিসিবি।
.
10. পে ইট ফরওয়াড, মানুষের জন্য ফাউন্ডেশন, বুয়েট আলমনাই, M&S গার্মেন্টসের সম্মিলিত চেষ্টায় চিকিৎসকদের জন্য পিপিই বানানোর কাজ শুরু করেছে।
.
11. বস্তায় ভরে হিরো আলম নিজ এলাকায় ত্রাণ দিচ্ছে। ।
.
12. নোয়াখালির এমপি ইকরাম ৫০ লক্ষ টাকা অনুদানের ঘোষণা দিয়েছে।
.
13. ব্যারিস্টার সুমন নিজের গাড়ি এলাকার হাসপাতালে কাজে ব্যবহারের জন্য দিয়েছে।
14. বিভিন্ন হাসপাতালের ডাক্তারগন নিজেরা গ্রুপ তৈরি করে ফোনের মাধ্যমে চব্বিশ ঘণ্টা সেবা প্রদানের সুযোগ তৈরি করে দিয়েছে।
15. আরও দেখেছি, বেড়িবাঁধের এক বাড়িওয়ালা ভারায় থাকা নিম্ন আয়ের মানুষদের বাসা ভাড়া মওকুফ করে দিয়েছে।।
.
16. একজন ফ্ল্যাটের চাবি দিয়েছিল যেন করোনা চিকিৎসায় তার নতুন কেনা ফ্ল্যাট ব্যবহার করা হয়।।
.
17. রাজশাহীর প্রধান সড়কে কিছু অচেনা যুবক নিজে থেকে জীবাণুনাশক ওষুধ ছিটিয়ে দিচ্ছে গাড়িতে রিক্সায়, ভ্যানে।
.
18. সাত মসজিদ রোডের এক ছোট্ট মুদির দোকানদার তার দোকানের সামনে দিয়ে যাওয়া রিক্সাওয়ালাদের রিক্সায় তুলে দিচ্ছে খাবার।।
.
19. বৃদ্ধ বাবা চোখে চশমা এঁটে ডাক্তার ছেলের পোশাক বানিয়ে দিচ্ছে।
.
20. মেয়ররা ২০০০০ জনের খাবার দিচ্ছে।

21. আমাদের দেশের পুলিশ, Army' তাদের জীবন বাজি রেখে আমাদের জন্য কাজ করছে।
.
22. কৃষক প্রান পনে হাজার মানুষের খাবার যোগাতে কস্ট করে যাচ্ছে।
.

23. করোনায় আক্রান্ত কেউ মারা গেলে মৃতের গোসলের দায়িত্ব নিচ্ছে একজন মুসুল্লী।
.
24. একদিন অবশ্যই মহা প্রলয় শেষ হবে।। তখন করোনার আগের আর করোনার পরবর্তি বিশ্ব এক থাকবে না। আমূল বদলে যাবে গোটা বিশ্ব।

25. নয়া বিশ্বে একদিন আমরা সবাই ঘর ছেড়ে বেরিয়ে মুক্ত বাতাসে প্রাণ ভরে শ্বাস নিবো, সোশ্যাল ডিস্টেন্সিং নিকুচি করে আনন্দে চিৎকার করে একে অপরকে বুকে জড়িয়ে আমরা হাসবো, কাঁদবো। নয়া সেই দুনিয়ার জন্য ভালোবাসার গল্পগুলো জমা রইল 🙂
.
#ইতিহাস_একদিন_গল্পগুলো_খুঁজবে #COVID19 #Bangladesh will win.

সংগৃহীত

এরপরে যেগুলো তুলে না ধরলে বিবেকের কাছে অপরাধী মনে হবে।

1. যে লোকটি পাদপ্রদীপের নিচে থেকে নিজেকে উৎসর্গে করেছেন মানুষ যখন ডেঙ্গু আক্রান্ত ছিল নিজ উদ্যোগে ঔষধ এনে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তরুণ প্রজন্মের অহংকার গাজীপুরের মেয়র জাহাঙ্গীর এবার ৩০ হাজার কীট, PPE সহ মেডিক্যাল সামগ্রী সরকারকে দিয়েছেন। অন্যরা ও অনুসরণ করছেন।

2. ইপিলিয়ন গ্রুপ বিদ্যানন্দ ফাউন্ডেশনের সাথে ১ টাকা দিয়ে খাবার দিচ্ছেন।

3. চট্টগ্রামের Smart Group এর পরিচালক বিপ্লব মজুমদার আমেরিকার বায়ারের ১ লাখ পিস PPE অডার ডিলে করে সরকারকে দিচ্ছে।

4. সবশেষে ছোট্ট একটি ঘটনা অথচ বিশাল অর্থ আমার ভাইপো যাদের জন্মাবধি লড়াই করেছে OP লটারী পেয়ে আমেরিকায় সেটেল্ড সে আমাদের গ্রামের ৪৫ পরিবারে একমাসের খাদ্য সামগ্রী দিয়েছে। এটাই প্রমান হল যারা লড়াই করে বড় হয় তাড়া কখনো হারে না।

এটাই বাংলাদেশ। সব শেষে বলি।
আসুন নামি যুদ্ধে , করোনার বিরুদ্ধে।
আমরাই জিতব! জিতবে আবার বাংলাদেশ !

আতঙ্কিত নয় দৃঢ় মনোবলে হও বলিহান।
স্বাস্থ্যবিধি মেনে চলুন। সবাই ভাল থাকবেন।
শুভ কামনা।

0 Shares

২৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ