শহুরে ঢাকা

ছাইরাছ হেলাল ২১ ফেব্রুয়ারি ২০২০, শুক্রবার, ১১:২৪:৪১পূর্বাহ্ন একান্ত অনুভূতি ১৮ মন্তব্য

 

ভোর রাতের গভীরে বিন্যস্ত লঞ্চ কেবিনে
ঘুম ভেঙ্গে উঠে গেলাম, সুতীব্র কটু গন্ধ বুকে টেনে,
বুড়ি গঙ্গায় সওয়ার হয়েছি (বুড়া গঙ্গা না), আহা আহা!
স্বাগতম হে মোহময় মহামায়া-ঢাকা-নগরী, কালে ভাদ্রে আসি;
অমাবস্যা বা জ্যোৎস্নার হিসেব ঠেলে ফেলে, আনন্দ-বেদনা
বুক পকেটে এঁটে; এ শহরে, শহুরে হতে একটু -ও না।

এ শহর আমাকে টানে, সে প্রাণের টান নাকি প্রাণ হরণের !
পেয়েছি অজস্র হারিয়েছি অগুনতি, এই সোহরাওয়ার্দী উদ্যান
এই টিএসসি এখানে পড়ে আছে/মিশে আছে বেশুমার ধুলোরেনু
আমাকে স্পর্শে রেখে, এ শহর আমার শহর, শহুরে নই।

নাই নাই শীতে, এই উত্তুরে-দক্ষিণে হাওয়া,
প্রাণহীন প্রাণকে কাছে ডাকে ইশারায়,উঁকি ঝুঁকি দিয়ে
কুহক সেজে, জানি, এ শুধুই ক্ষণিকের ব্যঞ্জনা,
কুমির হিংস্রতা আর সাপ লুডু দিনের পর দিন,
এখানে যা এমনিতেই হয়, বৈধ-বৈধ ভাব নিয়ে;
এ ঠাট্টাটা নিয়ে-ও ক্রমাগত বেঁচে-বর্তে থাকা।

তাও ভালোবাসি অচ্ছুৎ-বসন্ত-যন্ত্রণার ঢাকা।

0 Shares

১৮টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ