কাহিল শীতের ভালোবাসাবাসি

ছাইরাছ হেলাল ২৬ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার, ০৩:২৮:৫৪অপরাহ্ন একান্ত অনুভূতি ৪৪ মন্তব্য

 

“আমাকে নিয়ে কেউ দু’লাইন লেখে না”

কাহিল শীতে, এই গ্রহণ-কালে, শৈত্য-প্রবাহের সাথে হিম বৃষ্টি
ঠেলে ফেলে, হিমালয়ে সে যাবে, পণ ধরেছে,
শেরপা বিহীন চূড়োয় উঠে গিরি খাদের ভাঁজ-খাঁজ খুলে খুলে
বক-যন্ত্রে পরীক্ষা নেবে, গুহায় বসে খাবি খেতে খেতে
বাতাসের অক্সিজেন গুনবো, ভীতি/হাঁসফাঁস চেপে রেখে
‘ও কিছুনা’ ভঙ্গিতে আয়েসি ভাব নিয়ে মর্তের খোঁজ নেবে।

গর্জন মেঘের হুশিয়ারি অপেক্ষায় রেখে হিমের গুহায়
উত্তাপ-আত্মগোপনের নীলাভ আলোতে স্বপ্ন দেখে
এই উত্তাপ-ঘরেই থেকে যাবে অনন্ত কাল!
ভালোবাসা-বাসির নানান ঢঙে;

পা হড়কালেই অনন্ত গিরি খাদ,
কয়েক ডিগ্রি জ্বরের বাড়তি উত্তাপ নিয়ে ঐ হাসে;

ছবি...নেট থেকে।

0 Shares

৪৪টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ