স্বাধীনতার আর্তনাদ

সুপর্ণা ফাল্গুনী ২৬ মার্চ ২০২১, শুক্রবার, ০৯:১১:১২অপরাহ্ন কবিতা ২৭ মন্তব্য

বাতাসে আজ স্বাধীনতার গন্ধ ভেসে আসে,
পাখির কূজনে বিজয়ের গান।
বসন্তের সমারোহে ঐক্যতানের প্রলয়;
লাখো শহীদের প্রাণবায়ু ঘুমিয়ে আছে কোটি প্রাণে।
স্বাধীনতা তুমি জাতির পিতার, স্বাধীনতা তুমি লাখো বীরাঙ্গনার।

স্বাধীনতা আজ পরাধীনতার শিকলে আবদ্ধ,
স্বাধীনতার আর্তনাদ ডুকরে কেঁদে মরে স্মৃতির মিনারে।
লাখো বীরাঙ্গনার সম্ভ্রম উপহাসে হয়েছে পরিণত,
লাখো শহীদের রক্ত প্রশ্নবিদ্ধ নর্দমার কীটের দরুণ;
সন্তান হারানো হাহাকার হারিয়ে যায় ঝড়ো-বাতাসে।
বিজয়ের উল্লাস অশ্রু হয়ে ঝরে জন্মভূমির বুকে।

ছবি-গুগল

0 Shares

২৭টি মন্তব্য

মন্তব্য করুন

মাসের সেরা ব্লগার

লেখকের সর্বশেষ মন্তব্য

ফেইসবুকে সোনেলা ব্লগ